পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bratya to meet Dhankhar: এসএসসি নিয়ে শোরগোলের মাঝেই শিক্ষামন্ত্রী-শিক্ষাসচিবকে তলব ধনকড়ের

এসএসসি দুর্নীতি (SSC Recruitment scam) নিয়ে শোরগোলের মাঝেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Jagdeep Dhankhar summons Bratya Basu) ও শিক্ষাসচিব মণীশ জৈনকে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Dhankhar summons Bratya)৷

governor Jagdeep Dhankhar summons Bratya Basu and Education Secretary in Rajbhavan today
এসএসসি নিয়ে শোরগোলের মাঝেই শিক্ষামন্ত্রী-শিক্ষাসচিবকে তলব ধনকড়ের

By

Published : May 23, 2022, 12:09 PM IST

Updated : May 23, 2022, 12:57 PM IST

কলকাতা, 23 মে:এসএসসি দুর্নীতি (SSC Recruitment scam) নিয়ে যখন প্রবল চাপে রাজ্য সরকার, তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Dhankhar summons Bratya)৷ আজ দুপুরে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে ৷ এ কথা টুইট করে নিজেই জানিয়েছেন ধনকড় (Jagdeep Dhankhar summons Bratya Basu)৷

টুইটে রাজ্যপাল জানিয়েছেন, "আজ দুপুরে শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী ও শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী মণীশ জৈনের রাজভবনে এসে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ৷" তবে কী কারণে তাঁদের ডাকা হয়েছে, সে বিষয়ে টুইটে স্পষ্ট করে কিছু জানাননি ধনকড় ৷

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনার একে একে পর্দাফাঁস হচ্ছে ৷ বিভিন্ন মামলায় হাইকোর্টের রায়ে চরম অস্বস্তিতে সরকার ৷ ইতিমধ্যেই এসএসসি মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে ৷ চলেছে টানা জিজ্ঞাসাবাদ ৷ আবারও তলব করা হয়েছে পার্থকে ৷ অপরদিকে, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার আগে রীতিমতো লুকোচুরি খেলতে দেখা গিয়েছে প্রাক্তন বাম নেতাকে ৷ পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর শিক্ষিকা হিসেবে নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম প্রকাশ্যে আসার পরই হাইকোর্ট অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করে ৷ শুধু তাই নয়, তাঁর 41 মাসের বেতনও ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আদালত ৷ এ দিকে, নথি লোপাটের আশঙ্কায় মধ্যরাতের শুনানিতে এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিয়েছিল হাইকোর্ট ৷

আরও পড়ুন:London Trip of Bratya and Firhad : লন্ডন সফর বাতিল মন্ত্রী ফিরহাদ এবং ব্রাত্যর, কারণ কি দুর্নীতি তদন্ত ? উঠছে প্রশ্ন

এই রকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই আজ শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে তলব করলেন রাজ্যপাল ৷ বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি ব্রাত্য বসু ও মণীশ জৈনের সঙ্গে কথা বলবেন বলে মনে করা হচ্ছে ৷ এ ছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পদ থেকে সরানোর জন্য রাজ্যপালের কাছে আদালত যে সুপারিশ করেছিল, সে বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : May 23, 2022, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details