কলকাতা, 6 ফেব্রুয়ারি : বাজেট অধিবেশনে বক্তব্য পেশ নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যে নতুন বিবৃতি রাজ্যপালের ৷ আজ বিকেলে রাজভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়, আগামীকাল বেলা দু’টোর সময় নিয়মানুসারে রাজ্য সরকারের তৈরি ভাষণ পড়তে বিধানসভার অধিবেশন কক্ষে পৌঁছাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তার কয়েক ঘণ্টা আগে রাজ্যপাল জানিয়ে দিলেন, তিনি রাজ্য সরকারের কোনও এক্তিয়ারে হস্তক্ষেপ করবেন না ।
আজ বিকেলে রাজভবন থেকে লিখিত এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, আগামীকাল বেলা দু’টোর সময় নিয়মানুসারে রাজ্য সরকারের তৈরি ভাষণ পড়তে বিধানসভার অধিবেশন কক্ষে পৌঁছে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সোমবার ক্যাবিনেট বৈঠকের পর স্বীকৃত ভাষণের প্রতিলিপি পাঠানো হয় রাজ্যপালের কাছে । সেই ভাষণের প্রতিলিপিতে তাঁর আপত্তির কথা জানিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল । তিনি ভাষণের কয়েকটি জায়গায় পরিবর্তন করার পরামর্শ দেন রাজ্য সরকারকে ।