কলকাতা, 7 জুন :তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) সঙ্গে সরাসরি টুইট যুদ্ধে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ রবিবার মহুয়া টুইট করেছিলেন, রাজভবনে কর্মী নিয়োগের ক্ষেত্রে পরিবারতন্ত্র কায়েম করা হচ্ছে ৷ যা সর্বৈব মিথ্যা বলে পাল্টা তোপ দেগেছেন রাজ্যপাল ৷ সোমবার পাল্টা টুইট করে ধনকড় বলেন, রাজভবনের যে ছয় কর্মীর কথা মহুয়া উল্লেখ করেছেন, তাঁরা তিনটি আলাদা রাজ্য এবং চারটি পৃথক জাতির মানুষ ৷ তাঁদের সঙ্গে রাজভবনের অন্য কোনও কর্মী বা আধিকারিকের আত্মীয়তাও নেই ৷
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে টুইট বাণের বিদ্ধ করা মহুয়ার কাছে নতুন নয় ৷ আগেও নানা ইস্যুতে ধনকড়কে সরাসরি আক্রমণ করেছেন তিনি ৷ রবিবার সেই তালিকায় যোগ হয় নতুন সংঘাত ৷ রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে ফের একবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সমালোচনা করেন রাজ্যপাল ৷ তলব করেন নয়া মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷
এরপরই টুইটারে রাজ্যপালকে নিশানা করেন লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ রাজভবনে কর্মী নিয়োগের ক্ষেত্রে তোলেন স্বজনপোষণ ও পরিবারতন্ত্রের অভিযোগ ৷ সাংসদের দাবি, রাজ্য়পালের সরকারি বাসভবনে এমন ছ’জনকে নিয়োগ করা হয়েছে, যাঁরা আদতে রাজ্যপালেরই আত্মীয় !