পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dhankhar Invites Mamata at Raj Bhavan : মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপাল ধনকড়ের - রাজ্যপাল জগদীপ ধনকড়

বিতর্কের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Dhankhar Writes Letter to Mamata) ৷ তিনি চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী রাজভবনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন (Governor Jagdeep Dhankhar Invites Bengal CM Mamata Banerjee at Rajbhawan) ৷ এখন দেখার মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করেন কি না !

Dhankhar invites Mamata
Dhankhar Invites Mamata at Rajbhawan : মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপাল ধনকড়ের

By

Published : Feb 17, 2022, 12:40 PM IST

Updated : Feb 17, 2022, 1:05 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar Invites Bengal CM Mamata Banerjee at Rajbhawan) ৷ গত 15 ফেব্রুয়ারি তিনি এই নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে (Dhankhar Writes Letter to Mamata) ৷ বৃহস্পতিবার টুইট করে বিষয়টি জানিয়েছেন রাজ্যপাল ৷

এদিন এই নিয়ে দু’টি টুইট করেছেন রাজ্যপাল ৷ প্রথম টুইটে তিনি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করেছেন ৷ তবে কোনও সময়ের কথা বলেননি ৷ এই সপ্তাহেই মুখ্যমন্ত্রীর সুবিধামতো আসার কথা বলেছেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যপাল ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতার মধ্যে দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে দ্বন্দ্ব চলছে (Conflict Between Dhankar and Mamata) ৷ রাজ্যপাল যেমন প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনা করেছেন ৷ মুখ্যমন্ত্রীও তেমনই সমালোচনা করেছেন রাজ্যপালের ৷ এমনকী, তিনি রাজ্যপালকে টুইটারে ব্লক করেছেন ৷ কেন্দ্রীয় সরকারের কাছে ধনকড়কে বাংলার রাজ্যপালের পদ থেকে সরাতে আবেদন করেছেন বারবার ৷

এই বিতর্কিত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের আমন্ত্রণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ তবে মুখ্যমন্ত্রী এই বৈঠকে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ সরকারি তরফে এখনও এই নিয়ে কিছু জানানো হয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্যপাল ধনকড় গত কয়েক মাসে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের কাছে তথ্য তলব করেছেন ৷ সরকারি আধিকারিকদের ডেকে পাঠিয়েছেন ৷ কিন্তু তাঁর কাছে কেউ যাননি ৷ এই নিয়ে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল ৷

মুখ্যমন্ত্রীর কাছ থেকেও যে এই বিষয়গুলি জানতে চান, এদিন টুইটে সেটাও জানিয়েছেন তিনি ৷ এই বিষয়গুলি স্পষ্ট না হলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল ৷

প্রথম টুইটের সঙ্গে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর চিঠিটি ওই টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন ৷ পরে দ্বিতীয় টুইটে তিনি উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল পদে যাঁরা থাকেন, তাঁদের দায়িত্ব আলোচনা করে চলা গণতন্ত্র ও সাংবিধানিক শাসনের অপরিহার্য অংশ ৷

আরও পড়ুন :Dhankhar Challenge Mamata : কটূক্তিকে ভয় পাই না, মমতাকে পালটা চ্যালেঞ্জ ধনকড়ের

Last Updated : Feb 17, 2022, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details