কলকাতা, 17 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar Invites Bengal CM Mamata Banerjee at Rajbhawan) ৷ গত 15 ফেব্রুয়ারি তিনি এই নিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে (Dhankhar Writes Letter to Mamata) ৷ বৃহস্পতিবার টুইট করে বিষয়টি জানিয়েছেন রাজ্যপাল ৷
এদিন এই নিয়ে দু’টি টুইট করেছেন রাজ্যপাল ৷ প্রথম টুইটে তিনি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করেছেন ৷ তবে কোনও সময়ের কথা বলেননি ৷ এই সপ্তাহেই মুখ্যমন্ত্রীর সুবিধামতো আসার কথা বলেছেন তিনি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যপাল ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতার মধ্যে দীর্ঘদিন ধরে নানা ইস্যুতে দ্বন্দ্ব চলছে (Conflict Between Dhankar and Mamata) ৷ রাজ্যপাল যেমন প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনা করেছেন ৷ মুখ্যমন্ত্রীও তেমনই সমালোচনা করেছেন রাজ্যপালের ৷ এমনকী, তিনি রাজ্যপালকে টুইটারে ব্লক করেছেন ৷ কেন্দ্রীয় সরকারের কাছে ধনকড়কে বাংলার রাজ্যপালের পদ থেকে সরাতে আবেদন করেছেন বারবার ৷
এই বিতর্কিত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের আমন্ত্রণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ তবে মুখ্যমন্ত্রী এই বৈঠকে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ সরকারি তরফে এখনও এই নিয়ে কিছু জানানো হয়নি ৷