কলকাতা, 30 মার্চ : আবার কি সাংবিধানিক সংকটের ইঙ্গিত । বাজেট রাজ্য বিধানসভায় অনুমোদন দেওয়া হলেও এখনও পর্যন্ত সেই বাজেট বিলে অনুমোদন দেয়নি রাজভবন । যদি সময়মতো রাজভবন এই বাজেট বিলে অনুমোদন না দেয় তাহলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে । এই অবস্থায় বাজেটের একাধিক ক্ষেত্রে আলোচনার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর (Governor Jagdeep Dhankhar Calls Out Chief Secretary and Finance Secretary in Raj Bhavan) ।
যদিও বিধানসভা সূত্রে বলা হয়েছে, ইতিমধ্যেই সরকারের তরফ থেকে সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে রাজভবনে । কিন্তু তারপরও কেন রাজ্যপাল বিধানসভায় পাস হওয়া বাজেট বিলটি অনুমোদন দিচ্ছে না তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে । তৃণমূল নেতৃত্বের বক্তব্য আসলে বিতর্ক তৈরি করতে পছন্দ করেন রাজ্যপাল জগদীপ ধনকর সেইজন্যই এই ঘটনা ।