পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Governor Calls Out CS & FS : বাজেট পাস নিয়েও কি সাংবিধানিক সংকট, রাজভবনে মুখ্যসচিব ও অর্থ সচিব - Governor Jagdeep Dhankhar Calls Out Chief Secretary and Finance Secretary in Raj Bhavan

সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগের রাজভবনে মুখ্যসচিব এবং অর্থসচিবকে তলব রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar Calls Out Chief Secretary and Finance Secretary in Raj Bhavan) ৷

Governor Jagdeep Dhankhar News
Governor Jagdeep Dhankhar Calls Chief Secretary and Finance Secretary in Rajbhaban

By

Published : Mar 30, 2022, 4:28 PM IST

Updated : Mar 30, 2022, 6:39 PM IST

কলকাতা, 30 মার্চ : আবার কি সাংবিধানিক সংকটের ইঙ্গিত । বাজেট রাজ্য বিধানসভায় অনুমোদন দেওয়া হলেও এখনও পর্যন্ত সেই বাজেট বিলে অনুমোদন দেয়নি রাজভবন । যদি সময়মতো রাজভবন এই বাজেট বিলে অনুমোদন না দেয় তাহলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে । এই অবস্থায় বাজেটের একাধিক ক্ষেত্রে আলোচনার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর (Governor Jagdeep Dhankhar Calls Out Chief Secretary and Finance Secretary in Raj Bhavan) ।

যদিও বিধানসভা সূত্রে বলা হয়েছে, ইতিমধ্যেই সরকারের তরফ থেকে সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে রাজভবনে । কিন্তু তারপরও কেন রাজ্যপাল বিধানসভায় পাস হওয়া বাজেট বিলটি অনুমোদন দিচ্ছে না তা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে । তৃণমূল নেতৃত্বের বক্তব্য আসলে বিতর্ক তৈরি করতে পছন্দ করেন রাজ্যপাল জগদীপ ধনকর সেইজন্যই এই ঘটনা ।

প্রসঙ্গত, এদিন নির্দিষ্ট সময় মতই রাজভবনে পৌঁছে যান মুখ্যসচিব এবং অর্থসচিব । তাঁদের সঙ্গে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যপাল । যদিও বাজেট অনুমোদনের জন্য আগামিকাল পর্যন্ত সময় রয়েছে । সরকার আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যেই বাজেট অনুমোদন দেবেন রাজ্যপাল । তিনি সেক্ষেত্রে নতুন করে কোনও সাংবিধানিক সংকট তৈরি করবেন না । আদতে এই সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় সেই জন্য এই বিশদ আলোচনা ।

যদিও এদিন এ-প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালকে একহাত নিয়েছেন । তিনি বলেন, "রাজ্যপাল মাঝে মধ্যেই সরকারের অফিসারদের ডেকে পাঠান । ওঁর তাদের দেখতে ইচ্ছা হয় । বোধহয় উনি শিক্ষিত হতে চান অফিসারদের কাছ থেকে সেজন্যই তারা গিয়েছেন ।"

আরও পড়ুন : PM-Bengal BJP Meeting Postponed: প্রধানমন্ত্রী ব্যস্ত, বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক স্থগিত

Last Updated : Mar 30, 2022, 6:39 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details