পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অর্থে অমিত, শিল্পে পার্থ, শিক্ষায় ব্রাত্য; কে পেলেন কোন দফতর ? - জগদীপ ধনকড়

অর্থমন্ত্রী হলেন অমিত মিত্র ৷ শিক্ষায় এসেছেন ব্রাত্য বসু ৷ আর শিল্পের দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে ৷ একনজরে দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নয়া মন্ত্রিসভায় কারা কোন দফতর পেলেন ৷

Governor Jagdeep Dhankhar announced allocation of portfolios to all the ministers of Mamata banerjee's government
অর্থে অমিত, শিল্পে পার্থ, শিক্ষায় ব্রাত্য; কে পেলেন কোন মন্ত্রক ?

By

Published : May 10, 2021, 2:04 PM IST

Updated : May 10, 2021, 5:41 PM IST

কলকাতা, 10 মে: শপথ গ্রহণের পরই দফতর বণ্টন হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের মন্ত্রীদের ৷ স্বরাষ্ট্র, পাহাড়, স্বাস্থ্য ও ভূমি রাজস্ব-সহ একাধিক দফতর আপাতত মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে ৷ অর্থমন্ত্রক পেয়েছেন অমিত মিত্রই ৷ পঞ্চায়েত মন্ত্রকেই থাকছেন সুব্রত মুখোপাধ্যায় ৷ শিক্ষায় ব্রাত্য বসু ও শিল্পে পার্থ চট্টোপাধ্যায়কে আনা হয়েছে ৷

যে 43 জন মন্ত্রী আজ শপথ নিয়েছেন তাঁরা কে কোন দফতর পাচ্ছেন, তা ঘোষণা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তিনি গোটা তালিকা পোস্ট করে জানান, "সংবিধানের 164 ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পরামর্শমতো আমি মুখ্যমন্ত্রী-সহ সব মন্ত্রীদের দফতর বণ্টন করেছি ৷ আশা করব, গোটা টিম এ বার জনস্বার্থে কাজ করবে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ করবে ৷"

এ বারের মন্ত্রিসভাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকছে স্বরাষ্ট্র ও পাহাড়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব, শরণার্থী ও পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি ৷ সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ পার্থ চট্টোপাধ্যায়কে ফের শিল্প ও বাণিজ্য মন্ত্রকে ফিরিয়ে আনা হয়েছে ৷ তৃণমূলের সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর এই মন্ত্রক সামলেছেন পার্থ ৷ এ ছাড়াও তাঁকে দেওয়া হয়েছে তথ্য ও প্রযুক্তি, ইলেকট্রনিকস ও সংসদীয় দফতরের দায়িত্ব ৷ অর্থ মন্ত্রকে অমিত মিত্রই থাকছেন ৷ তিনি অসুস্থতার কারণে ভোটে না-লড়লেও এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর উপরই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অর্থমন্ত্রকের পাশাপাশি পরিসংখ্যান ও পরিকল্পনা এবং প্রোগ্রাম মনিটরিং দফতরও সামলাবেন তিনি ৷

আরও পড়ুন:কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের

ক্রেতাসুরক্ষা দফতর দেওয়া হয়েছে সাধন পাণ্ডেকেই ৷ জ্যোতিপ্রিয় মল্লিককে এ বার বনমন্ত্রক ও পুনর্নবীকরণ শক্তি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আগের মন্ত্রিসভায় তিনি যে খাদ্যমন্ত্রকের দায়িত্বে ছিলেন তা এ বার সামলাবেন রথীন ঘোষ ৷ সুন্দরবন উন্নয়ন মন্ত্রকে বঙ্কিমচন্দ্র হাজরা, জল সম্পদ মন্ত্রকে মানস ভুঁইয়া, ক্রীড়া ও যুব কল্যাণ এবং শক্তি মন্ত্রকে অরূপ বিশ্বাস, সেচে সৌমেন্দ্র কুমার মহাপাত্রকে আনা হয়েছে ৷

ফিরহাদ হাকিমকে এ বার পরিবহণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ কৃষিমন্ত্রকে আনা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে জাভেদ আহমেদ খানকে ৷ এ ছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকায় শ্রমে বেচারাম মান্না, কারিগরী শিক্ষা ও স্কিল ডেভলপমেন্টে হুয়ামুন কবীর, নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷

Last Updated : May 10, 2021, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details