ব্যারাকপুর, 2 অক্টোবর : মহাত্মা গান্ধির জন্মদিনে এসেও বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মন্ত্রী ব্রাত্য বসু । চলল রাজ্য সরকার ও রাজভবনের তাল ঠোকাঠুকি । শুক্রবার ব্যারাকপুরে গান্ধি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপাল সস্ত্রীক চরকা কাটায় অংশ নেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান, মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । কোরোনার কারণে দর্শক প্রবেশ নিষিদ্ধ ছিল অনুষ্ঠানে ।
রাজ্যপাল পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "মহাত্মা গান্ধি যে অহিংসা আন্দোলনে বিশ্বাস করতেন তাকে সকলে মিলে মর্যাদা দিতে হবে । দেশে যে কোনও নির্বাচনের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক নয় ।"