কলকাতা, 2 সেপ্টেম্বর : অর্জুন সিংকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । গতকাল ব্যারাকপুরের শ্যামনগরে পুলিশ ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় । সেইসময় মাথা ফাটে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের । BJP-র অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে দলীয় সাংসদের । ঘটনায় প্রাথমিক চিকিৎসার পর অর্জুন সিংকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
আজ সকালে অর্জুন সিংকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল ৷ সেইসময় হাসপাতালে উপস্থিত ছিলেন অর্জুনপুত্র পবন সিংও ৷ অর্জুনের শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যপাল ৷ হামলার নিন্দা করেন তিনি ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বর্তমান রাজ্যপাল । হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, "চিকিৎসক, সাংবাদিক, শিক্ষকদের উপর হিংসার ঘটনা দেখে আমার কষ্ট হচ্ছে । আমি চাই রাজ্যে আইনের শাসন কায়েম থাকুক । বন্ধ হোক হিংসা । কিন্ত রাজ্যে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের । সাংসদের ওপর এধরনের হামলা নিন্দাজনক । রাজ্যের উচিত উন্নয়নের দিকে নজর রাখা ।" পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট জায়গায় জানাবেন বলে জানান তিনি । তবে রাজ্যপালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।