পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজভবনের বাইরে ভেড়ার পাল কেন ? জবাব তলব রাজ্যপালের - flock of Sheep

নারদ কাণ্ডে রাজ্য়ের দুই মন্ত্রী-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ সূত্রের খবর, এই পদক্ষেপ করার আগে রাজ্য়পাল জগদীপ ধনকড়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ প্রতিবাদে রাজভবনের গেটের বাইরে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখান এক ব্য়ক্তি ৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে চেয়ে নগরপালকে চিঠি পাঠালেন রাজ্যপাল ৷

wb-kol-govornor-kp-cp-7209715
রাজভবনের বাইরে ভেঁড়ার পাল কেন ? নগরপালকে জবাব তলব রাজ্যপালের

By

Published : May 19, 2021, 9:35 PM IST

কলকাতা, 19 মে : রাজভবনের গেটের বাইরে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে ৷ ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর প্রশ্ন, রাজভবনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার এত কাছাকাছি কীভাবে যে কেউ চলে আসতে পারেন ? এতগুলো ভেড়া নিয়ে কীভাবে একজন রাজভবনের ফটক পর্যন্ত পৌঁছতে পারেন ? এবার এই বিষয়ে সরাসরি নগরপালের কাছে রিপোর্ট তলব করলেন জগদীপ ধনকড় ৷

নারদ কাণ্ডে রাজ্য়ের দুই মন্ত্রী-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ সূত্রের খবর, এই পদক্ষেপ করার আগে রাজ্য়পাল জগদীপ ধনকড়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাই ওই ঘটনার পর থেকেই রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হয়েছে রাজ্য়ের শাসকশিবির ৷ বহু জায়গায় চলছে বিক্ষোভ ৷

আরও পড়ুন :জেল থেকে ছাড়া পেলেন না ফিরহাদ-সুব্রতরা, কাল ফের শুনানি

এই প্রেক্ষাপটে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন এক ব্য়ক্তি ৷ ভেড়ার পাল নিয়ে সটান রাজভবনের সামনে পৌঁছে যান তিনি ৷ যা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল ৷ তাঁর দাবি, এটা নিরাপত্তার গাফিলতি ৷ কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানতে কলকাতার নগরপাল সৌমেন মিত্রকে চিঠি লিখে জবাবদিহি তলব করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ পাশাপাশি, টুইটারেও এ নিয়ে সরব হয়েছেন ধনকড় ৷ ঘটনার ফুটেজ পোস্ট করে সেটি ট্যাগ করেছেন কলকাতা পুলিশকে ৷

ABOUT THE AUTHOR

...view details