কলকাতা, 19 মে : রাজভবনের গেটের বাইরে ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে ৷ ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর প্রশ্ন, রাজভবনের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গার এত কাছাকাছি কীভাবে যে কেউ চলে আসতে পারেন ? এতগুলো ভেড়া নিয়ে কীভাবে একজন রাজভবনের ফটক পর্যন্ত পৌঁছতে পারেন ? এবার এই বিষয়ে সরাসরি নগরপালের কাছে রিপোর্ট তলব করলেন জগদীপ ধনকড় ৷
নারদ কাণ্ডে রাজ্য়ের দুই মন্ত্রী-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ সূত্রের খবর, এই পদক্ষেপ করার আগে রাজ্য়পাল জগদীপ ধনকড়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তাই ওই ঘটনার পর থেকেই রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হয়েছে রাজ্য়ের শাসকশিবির ৷ বহু জায়গায় চলছে বিক্ষোভ ৷