কলকাতা, 2 জুলাই : নজিরবিহীন ৷ ভোটের পর পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) প্রথম অধিবেশনের প্রথমদিন সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে এই একটাই শব্দ যথাযথ ৷ কারণ, মাত্র চার মিনিটেই শেষ হয়ে গেল এই অধিবেশন ৷ কারণ, বিজেপি (BJP) বিধায়কদের বিক্ষোভ ৷
নির্বাচনের পর যখন নতুন সরকার গঠিত হয়, তার পর যে অধিবেশন বসে, তা রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয় ৷ এটাই প্রথা ৷ সেই মতো শুক্রবার দুপুরে বিধানসভায় পৌঁছে যান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷
আরও পড়ুন :ভোট-পরবর্তী হিংসা মামলায় পুলিশের আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট
বিধানসভা প্রাঙ্গনের প্রবেশ করে প্রথমে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল ৷ তাঁর পর অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীও মাল্যদান করেন আম্বেদকরের মূর্তিতে ৷ সেখানে তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ তার পর ওই তিনজন বিধানসভার অন্দরে প্রবেশ করেন ৷
জানা গিয়েছে যে দুপুর 2টোয় অধিবেশন শুরু হয় ৷ ভাষণ পড়তে শুরু করেন রাজ্যপাল ৷ কিন্তু সেই সময় বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা ৷ প্রথমে তাঁরা আসনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ পরে ওয়েলে নেমে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷ তাঁদের বিক্ষোভ মূলত ছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে ৷
আরও পড়ুন :অস্বস্তি বাড়াতে বিধানসভায় শুভেন্দুর পাশের সারিতেই কি মুকুল, তুঙ্গে জল্পনা