পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dhankhar Summons Election Commissioner : পৌরভোটে হিংসা নিয়ে নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের - Dhankhar Summons Election Commissioner

রবিবার রাজ্যে 108টি পৌরসভায় ব্যাপক গোলমাল হয়েছে বলে অভিযোগ ৷ সেই নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় ডেকে পাঠালেন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার সৌরভ দাসকে (governor dhankhar summon wb election commissioner to discuss poll violence issue) ৷

governor dhankhar summon wb election commissioner to discuss poll violence issue
Dhankhar Summons Election Commissioner : পৌরভোটে হিংসা নিয়ে নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

By

Published : Feb 27, 2022, 6:40 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ রবিবার বিকেলে এক প্রেস বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে রাজভবনের তরফে ৷ পৌরসভা নির্বাচনে সন্ত্রাসের যে অভিযোগ উঠেছে, তা নিয়ে আলোচনা করতেই সৌরভ দাসকে (Bengal Election Commissioner Saurab Das) ডাকা হয়েছে বলে ওই প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, আজ রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন ছিল (Bengal Civic Polls 2022) ৷ কিন্তু সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভোট-সন্ত্রাসের নানা অভিযোগ এসেছে ৷ কোথাও কোথাও উত্তপ্ত পরিস্থিতির ছবিও সামনে এসেছে৷ আক্রান্ত হয়েছে সংবাদমাধ্যমও ৷

তা দেখেই রাজ্যপাল সৌরভ দাসকে ডেকে পাঠিয়েছেন ৷ এমনটাই দু’টি টুইট করে জানিয়েছেন তিনি ৷ একই সঙ্গে জানিয়েছেন যে কেন এমনভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হল, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য-সহ তাঁর কাছে রাজ্যের নির্বাচন কমিশনারকে আসতে বলা হয়েছে (governor dhankhar summon wb election commissioner to discuss poll violence issue) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এর আগেও একাধিকবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বিশেষ করে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে তাঁর সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য ৷ তখন তিনি অভিযোগ নিয়ে দিল্লিতেও গিয়েছিলেন ৷ এখন দেখার পৌরসভা নির্বাচনে হিংসার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে রাজ্যপালের ভূমিকা ঠিক কী হয় !

আরও পড়ুন :Bengal Civic Polls 2022 : ইভিএম ভাঙচুর, বিজেপির মহিলা প্রার্থীকে হেনস্তার অভিযোগ কাঁথিতে

ABOUT THE AUTHOR

...view details