কলকাতা, 13 এপ্রিল : পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও ডিজির সঙ্গে বুধবার রাজভবনে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ আলোচনার পর এই বৈঠক নিয়েও ট্যুইট করেছেন তিনি । সেখানে তিনি লিখেছেন, একঘণ্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং মহিলাদের উপর বেড়ে চলা আক্রমণ নিয়ে কথা হয়েছে । সেখানে তিনি বার্তা দিয়েছেন, সাংবিধানিক কর্তব্য পালন অবশ্যিক বিষয়, কোনও ঐচ্ছিক বিষয় নয় (Governor Dhankhar Reaction after Meeting with Bengal CS and DG) ।
তবে শুধু রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে খুশি নন রাজ্যপাল ধনকড় । আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফের তলব করেছেন রাজ্যপাল । আজই তিনি এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে আলোচনা চান । এই নিয়ে তিনি তাঁকে চিঠিও পাঠিয়েছেন । আর এই চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান ।