কলকাতা, 11 মে : ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরানো নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত লেগেই রয়েছে । একাধিকবার বিরোধীদের তোপের মুখে পড়েছে উভয় সরকারই । এবার আটকে পড়া শ্রমিকদের ফেরাতে এবং লকডাউন পরিস্থিতিতে তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারি হস্তক্ষেপ দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ।
রাজ্যে ফেরার পর শ্রমিকদের দায়িত্ব নিক সরকার : সোমেন মিত্র - কেন্দ্রীয় সরকার
রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে বিতর্ক চলছে তা বন্ধ করার আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরানো নিয়ে একটা বিতর্কের আবহ তৈরি হয়েছে । সেই ইশুতে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, "দেশের এই কঠিন পরিস্থিতিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অযথা জটিলতা বন্ধ হোক । রেল দপ্তর বলছে, শ্রমিকদের ফেরাতে তারা ট্রেন দেবে । রাজ্য সরকার বলছে, রেল দপ্তর কোনও সাহায্য করছে না । আবার কেন্দ্র বলছে, শ্রমিকদের ফেরাতে অতিরিক্ত ট্রেন চেয়ে পশ্চিমবঙ্গ সরকার রেল দপ্তরের কাছে কোনও আবেদন জানায়নি । কোনটা ঠিক, আর কোনটা বেঠিক, তা নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি ।" রাজ্য সরকার যে 8টি ট্রেন চেয়েছে, তাতে আটকে থাকা সকল শ্রমিককে ফিরিয়ে আনা সম্ভব হবে না । তাহলে বাকি ট্রেনের কী ব্যবস্থা হল, তাও জানতে চেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।
রাজ্যে ফেরার পর এইসব শ্রমিকের ভবিষ্যৎ ভেবেও উদ্বিগ্ন তিনি । বলেন, " যাঁরা ভিনরাজ্য থেকে আসছেন, তাঁদের কোয়ারানটিনের কি ব্যবস্থা হয়েছে ? পর্যাপ্ত কোয়ারানটিনের ব্যবস্থা হয়েছে কি না, তাও রাজ্য সরকারকে স্পষ্ট করে বলতে হবে । যাঁরা আসছেন তাঁরা এখানে বেঁচে থাকার জন্য ঠিকমতো অন্ন সংস্থান পাবেন তো ? রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে শ্রমিকদের অন্ন সংস্থানের জন্য।"