ভারত সরকার তো আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারবে না ৷ কারণ, তিনি তো এখন ভারত সরকারের নিয়ন্ত্রণে নেই ৷ তিনি এখন পশ্চিমবঙ্গ সরকারের একজন চুক্তিভিত্তিক কর্মী ৷
সোমবার পর্যন্ত তিনি আইএএস অফিসার ছিলেন ৷ আর আইএএস অফিসার কিন্তু রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকেন ৷ কিন্তু এখন তো অবসরপ্রাপ্ত ৷ এক্সটেনশনও নেননি ৷ তার পরও কীভাবে ভারত সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ৷
এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায়কে যে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল, তাতে ব্যাখ্যা, বাস্তবতা, যুক্তি কিছুই ছিল না ৷ তার পর আবার বিপর্যয় মোকাবিলা আইনে একটা নোটিস দেওয়া হল ৷ সেখানে বলা হল যে ওই বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের থাকার বাধ্যবাধকতা ছিল ৷
আরও পড়ুন :আলাপনকে শোকজ আইন সম্মত নয়, তবে মামলা করতে পারত কেন্দ্র
তাঁকে তো বিপর্যয় মোকাবিলা আইনের অধীনে কোনও বৈঠকের নোটিস দেওয়া হয়নি ৷ বৈঠক তো ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যের একটা পর্যালোচনা নিয়ে ৷ সেখানে বিপর্যয় মোকাবিলা আইন দেখিয়ে ব্যবস্থা নেওয়ার কোনও নোটিস দেওয়ার কোনও যুক্তি নেই বলে মনে হচ্ছে ৷ আলাপনের বিরুদ্ধে কেউ যদি ব্যবস্থা নিতে পারে, সেটা রাজ্য সরকার ৷ কারণ, তিনি এখন রাজ্য সরকারের কর্মচারী ৷