কলকাতা, 26 অগাস্ট : অব্যাহত রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ । কিছুদিন আগেই বাংলায় কোরোনা মোকাবিলায় জিনিসপত্র কেনার ক্ষেত্রে আর্থিক দুর্নীতি হচ্ছে বলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল ৷ সেই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন তিনি ৷ এবার ফের একবার রাজ্যের থেকে শ্বেতপত্র চেয়ে পাঠালেন তিনি । এবারের ইশু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আর্থিক লগ্নি । রাজ্য সরকারের থেকে বিগত পাঁচবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যে পরিমাণ টাকা লগ্নি হয়েছে তার শ্বেতপত্র চেয়ে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।
টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, "বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে এখনও পর্যন্ত প্রস্তাবিত লগ্নির পরিমাণ 12.3 লাখ কোটি টাকারও বেশি । এবার শ্বেতপত্র প্রকাশ করে তার বিস্তারিত জানান । কোন কোন সংস্থা বা উদ্যোগপতিরা লগ্নি করেছেন বা করছেন, তাঁদের নাম জানান ।"