পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"দ্বিচারিতা করেছে সরকার", লাইভ ইশুতে রাজ্যপালের পাশে বিরোধীরা - Amit Mitra

অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট বক্তৃতা শেষ হওয়ার পরপরই টুইটে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল ৷ অভিযোগ, "রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট পেশ সরাসরি সম্প্রচারিত হয়েছে । কিন্তু রাজ্যপালের উদ্বোধনী ভাষণ যা সংবিধানের 176 ধারা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সম্প্রচারিত হয়নি ৷" এবার লাইভ ইশুতে রাজ্যপালকে সমর্থন করল বাম-কংগ্রেস শিবির ৷

State budget 2020
রাজ্যপালের পাশে বাম-কংগ্রেস

By

Published : Feb 10, 2020, 8:07 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : অমিত মিত্রের বাজেট সংক্রান্ত ভাষণ লাইভ গেলে ও রাজ্যপালের ভাষণ লাইভ যায়নি ৷ এই নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ লাইভ ইশুতে এবার রাজ্যপালের পাশেই দাঁড়াল বাম-কংগ্রেস শিবির ৷ এবার রাজ্যপালের ক্ষোভকে যুক্তিসঙ্গত বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷

রাজ্যপালের সঙ্গে সঠিক আচরণ করা হয়নি বলে অভিযোগ তুলে আবদুল মান্নান বলেন, "অবিলম্বে রাজ্য সরকারের উচিত বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া ৷" একই সুর বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর গলাতেও ৷ রাজ্যপালের লাইভ বিতর্কে সুজনবাবুর অভিযোগ, দ্বিচারিতার মনোভাব নিয়ে চলছে রাজ্য সরকার ।

রাজ্যপালের লাইভ ইশুতে কী বলছে বাম-কংগ্রেস ?

প্রসঙ্গত, অমিত মিত্রর বাজেট বক্তৃতা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে লেখেন, "রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট পেশ সরাসরি সম্প্রচারিত হয়েছে । কিন্তু রাজ্যপালের উদ্বোধনী ভাষণ যা সংবিধানের 176 ধারা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সম্প্রচারিত হয়নি । এমনকী সংবাদ মাধ্যমকেও সেদিন দূরে রাখা হয়েছিল । এর বিচার জনগণ করবে । 'এটা সমালোচনা করার মতো বিষয় ৷ একে কি রাজ্যের প্রশাসনিক প্রধানের অসহিষ্ণুতা নয় ? এটা কি সেন্সরশিপ নয়? আমার বিশ্বাস সাধারণ মানুষ ও মিডিয়া এনিয়ে চুপ করে থাকবে না ৷"

তবে বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে এবিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যা বলার স্পিকার বলবেন ৷"

ABOUT THE AUTHOR

...view details