কলকাতা, 3 জানুয়ারি : কাশ্মীরকে কবরস্থানে পরিণত করেছে সরকার । ধ্বংস করে দেওয়া হচ্ছে কাশ্মীরের মতো পর্যটন সমৃদ্ধ একটি রাজ্যকে । উপত্যকা থেকে 370 ধারা বিলোপ প্রসঙ্গে আজ একথা বলেন কাশ্মীরের প্রবীণ বামপন্থী নেতা ইউসুফ তারিগামি ৷
কাশ্মীরকে কবরস্থানে পরিণত করেছে সরকার : ইউসুফ তারিগামি - 370 ধারা
আজ CPI(M)-র মুখপত্র গণশক্তি পত্রিকার 54 তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ শহরে এসেছিলেন মহম্মদ ইউসুফ তারিগামি ৷ CPI(M)-এর ওই সভা থেকে তিনি বলেন, " কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করেছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী । "
আজ CPI(M)-র মুখপত্র গণশক্তি পত্রিকার 54 তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ শহরে এসেছিলেন মহম্মদ ইউসুফ তারিগামি ৷ CPI(M)-এর ওই সভা থেকে তিনি বলেন, " কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করেছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী । যে কাশ্মীরে একসময় হিন্দু পণ্ডিত এবং মুসলিমরা পাশাপাশি বসবাস করত, সেই কাশ্মীরকে ধ্বংস করতে চাইছে এ-দেশের সরকার ৷ 8 জানুয়ারি শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটকে সফল করারও ডাক দেন বর্ষীয়ান এই বাম নেতা ৷
তারিগামি আরও বলেন, "ভারতের সংবিধান আক্রান্ত । ধ্বংস করে দেওয়া হচ্ছে কাশ্মীরের মতো পর্যটন সমৃদ্ধ একটি রাজ্যকে ।"