কলকাতা, 19 ডিসেম্বর : NRC ও CAA- এর প্রতিবাদের জেরে গত কয়েকদিনে বিভিন্ন রেল লাইন আটকে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত । এর পাশাপাশি একাধিক স্টেশনে ভাঙচুর চালানো, রেলের সম্পত্তি ধ্বংস করা হয় । কারফিউ চলছে বেশ কিছু জায়গায় ৷
কলকাতা-উত্তরবঙ্গের মধ্যে চালু করা হল সরকারি বাস পরিষেবা - Government bus service
পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাসগুলি আজ, বৃহস্পতিবার থেকে চালু হবে। এর ফলে, উত্তরবঙ্গ থেকে কলকাতা যাতায়াত করে এমন বাসের সংখ্যা হল 250টি ।
স্বাভাবিক ভাবেই চরম ভোগান্তিতে সাধারণ মানুষ । শুধু তাই নয় লাগাতার তিন চার দিন বহু যাত্রীদের জন্য প্ল্যাটফর্মই হয়ে উঠেছিল ঘর-বাড়ি। উত্তরবঙ্গের থেকে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার বেশ কয়েকটি বাড়তি বাস চালাবার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাসগুলি আজ, বৃহস্পতিবার থেকে চালু হবে। এর ফলে, উত্তরবঙ্গ থেকে কলকাতা যাতায়াত করে এমন বাসের সংখ্যা হল 250টি।
বাসগুলি তালিকা এক নজরে:
* কলকাতা-শিলিগুড়ি-কলকাতা আগে ছিল 36 টি বাস, দেওয়া হল আরও 50 টি।
* কলকাতা-রায়গঞ্জ-কলকাতা আগে বাসের সংখ্যা ছিল 5টি এখন দেওয়া হল আরও একটি ৷
*কলকাতা-বালুরঘাট-কলকাতা আগে এই রুটে বাসের সংখ্যা ছিল 12, নতুন 3টি বাস দেওয়া হল ৷
*কলকাতা-মালদা-কলকাতা আগে বাসের সংখ্যা ছিল 14টি এবার আরও 13 টি বাস দেওয়া হল ৷
* মুর্শিদাবাদ জেলায় আরও 50টি বাস দেওয়া হল।
*বহরমপুর-কলকাতা-বহরমপুরের মধ্যে আরও 4 টি নতুন বাস দেওয়া হল ।