কলকাতা, 1 জুন : গতবছর উচ্চশিক্ষা সংক্রান্ত একাধিক বিষয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের ঘটনা ঘটেছিল। সেই সংঘাতের আবহে আচার্যের ক্ষমতা খর্ব করে বিধানসভায় বিলও পাশ করান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুরু থেকেই রাজ্য-রাজ্যপাল সংঘাতের ছবিটা ছিল একইরকম । এবার ফের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘাতে রাজ্য-রাজ্যপাল ।
সহ-উপাচার্যের নিয়োগ নিয়ে ফের চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত - পার্থ চট্টোপাধ্যায়
উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদের জন্য নাম সুপারিশ করে সেই তালিকা পাঠানো হয়েছিল রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়ের কাছে । রাজ্যের তরফে আশিস পানিগ্রাহীকে ওই পদে নিয়োগ করার সুপারিশ করা হয়েছিল । কিন্তু, রাজ্যের সুপারিশের সঙ্গে অমত পোষণ করেন আচার্য জগদীপ ধনকড় ।
উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদের জন্য নাম সুপারিশ করে সেই তালিকা পাঠানো হয়েছিল রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়ের কাছে । রাজ্যের তরফে আশিস পানিগ্রাহীকে ওই পদে নিয়োগ করার সুপারিশ করা হয়েছিল । কিন্তু, রাজ্যের সুপারিশের সঙ্গে অমত পোষণ করেন আচার্য জগদীপ ধনকড় । তিনি রাজ্যের সুপারিশের বাইরে গিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান গৌতম চন্দ্রকে ওই পদে নিয়োগ করেন । আজ সেই মর্মে নির্দেশিকাও জারি করেন জগদীপ ধনকড়।
জানা গেছে, কোনও অবস্থাতেই রাজ্যপালের নির্দিষ্ট করে দেওয়া ব্যক্তিকে সহ-উপাচার্য পদে বসাতে চাইছে না উচ্চশিক্ষা দপ্তর । সূত্রে খবর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে নিজেদের পছন্দের ব্যক্তিকেই নিয়োগ করানোর জন্য সবরকম চেষ্টা করছে রাজ্য । এ-বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, "রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে । বেছে বেছে BJP-র লোককে মাথায় বসানোর চেষ্টা করছেন রাজ্যপাল । উচ্চশিক্ষা দপ্তর থেকে যার নাম সুপারিশ করা হয়েছে তিনিই যোগ দেবেন ।"