পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নন-কোভিড ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের জন্য কোয়ারানটিন লিভের দাবি - কোয়ারানটিন লিভ

এ রাজ্যের সরকারি চিকিৎসকদের এই সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, কোনও সরকারি কর্মী অথবা তাঁর পরিবারের কেউ COVID-19-এ আক্রান্ত হলে, ওই সরকারি কর্মীকে কোয়ারেন্টাইন লিভ দেওয়া হবে। সরকারি এই নির্দেশকে এই সংগঠনের তরফে স্বাগত জানানো হয়েছে। গত আট মাস ধরে COVID-19-এর পরিস্থিতির মধ্যে কোভিড-যোদ্ধাদের কেউ COVID-19-এ আক্রান্ত হলেও তিনি কোনও বিশেষ ছুটি পেতেন না।

ছবি
ছবি

By

Published : Nov 25, 2020, 8:49 AM IST

কলকাতা, 25 নভেম্বর : নন-কোভিড রোগীদের ওয়ার্ডে যে সব চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী ডিউটি করছেন, সেইসব স্বাস্থ্যকর্মী বা তাঁদের পরিবারের কেউ কোরোনায় আক্রান্ত হলে, সংশ্লিষ্ট চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীকেও কোয়ারানটিন ছুটি দিতে হবে । এমনই দাবি জানাল এবার সরকারি চিকিৎসকদের একটি সংগঠন । তবে শুধুমাত্র এই ছুটির বিষয়টি নয় । কোরোনা যোদ্ধাদের চিকিৎসার ক্ষেত্রে অথবা, কারো মৃত্যু হলে সরকারি ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য টাকা পেতে যাতে হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করার দাবিও জানিয়েছে সরকারি চিকিৎসকদের সংগঠন । এবিষয়ে শীঘ্রই সংগঠনের তরফে স্বাস্থ্য দপ্তরে লিখিতভাবে দাবি পেশ করা হবে।

এ রাজ্যের সরকারি চিকিৎসকদের এই সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, কোনও সরকারি কর্মী অথবা তাঁর পরিবারের কেউ COVID-19-এ আক্রান্ত হলে, ওই সরকারি কর্মীকে কোয়ারেন্টাইন লিভ দেওয়া হবে। সরকারি এই নির্দেশকে এই সংগঠনের তরফে স্বাগত জানানো হয়েছে। গত আট মাস ধরে COVID-19-এর পরিস্থিতির মধ্যে কোভিড-যোদ্ধাদের কেউ COVID-19-এ আক্রান্ত হলেও তিনি কোনও বিশেষ ছুটি পেতেন না। তাঁর অর্জিত ছুটি থেকেই তাঁকে ছুটি নিতে হত। বিভিন্ন ক্ষেত্রে বেতনও কেটে নেওয়া হয়েছে। এসব অত‍্যন্ত অন‍্যায় এবং অমানবিক। শেষ পর্যন্ত কোয়ারানটিন লিভ দেওয়ার সরকারি সিদ্ধান্তের জেরে কোভিড-যোদ্ধারা উপকৃত হবেন। চিকিৎসকদের এই সংগঠনের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "তবে, নন-কোভিড ওয়ার্ডে যে সব চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী ডিউটি করছেন, তাঁদের মধ্যে কেউ অথবা, তাঁদের পরিবারের কেউ COVID-19-এ আক্রান্ত হলে, ওই চিকিৎসক অথবা নার্স কিংবা স্বাস্থ্যকর্মীদের ছুটি পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। আমরা দাবি করছি, এক্ষেত্রেও কোয়ারানটিন লিভ দিতে হবে।"

সজল বিশ্বাস বলেন, "কোভিড ওয়ার্ডে যে সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ডিউটি করছেন, তাঁদের জন্য যে ধরনের সুরক্ষার ব্যবস্থা রয়েছে, তেমন সুরক্ষার ব্যবস্থা নন-কোভিড ওয়ার্ডে ডিউটি করা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য নেই। অথচ, কোভিড ওয়ার্ডের তুলনায় নন-কোভিড ওয়ার্ডে COVID-19-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। কোভিড-যোদ্ধাদের কেউ COVID-19-এ আক্রান্ত হলে অথবা, কোনও কোভিড-যোদ্ধার মৃত্যু হলে, সরকারি ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য টাকা পেতে বিভিন্ন ক্ষেত্রে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। অনেকে এই প্রাপ্য টাকা পাচ্ছেন না। অবিলম্বে এই ধরনের সমস্যার সমাধান করতে হবে।"


ABOUT THE AUTHOR

...view details