কলকাতা, 15 জুলাই : সৌন্দর্য বৃদ্ধিতে কিংবা শরীরের কোনও দাগ মুছতে প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) বা কসমেটিক সার্জারির (Cosmetic Surgery) জুড়ি মেলা ভার ৷ সাধারণ মানুষ নিতান্ত প্রয়োজন না হলে এই ধরনের সার্জারি করানোর আগে বহুবার ভাবেন ৷ আর চিত্রতারকাদের অনেকেই আবার নিজেকে আরও আকর্ষণীয় করতে এই ধরনের সার্জারির সাহায্য নেন ৷
কিন্তু সবসময় কি তা সফল হয় ? বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতেই পারে ৷ এমন উদাহরণ অনেক আছে ৷ মুখে এই ধরনের সার্জারি করতে গিয়ে ভালোর বদলে খারাপ ফলের উদাহরণ একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে ৷ তাই শুক্রবার ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডে (World Plastic Surgery Day) -তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দোলুইয়ের পরামর্শ, "এখন বহু মানুষই কসমেটিক সার্জারি করেন । তবে আমি বলব কসমেটিক সার্জারি অথবা প্লাস্টিক সার্জারি যেটাই করুক না কেন, তার ভালো ও খারাপ দুটো দিকে আগে বিবেচনা করা উচিত ।"