কলকাতা, 20 নভেম্বর : ফের সোনা পাচার করতে এসে STF-এর জালে ধরা পড়ল বাংলাদেশি পাচারকারী । STF (স্পেশাল টাস্ক ফোর্স )-এর তৎপরতায় গ্রেপ্তার করা গেল তাকে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 700 গ্রাম সোনা । যার বাজার মূল্য 40 লাখেরও বেশি ।
ফের কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি পাচারকারী, উদ্ধার 6টি সোনার বার - বাংলাদেশি সোনা পাচারকারী গ্রেপ্তার কলকাতায়
গ্রেপ্তার বাংলাদেশি সোনা পাচারকারী ৷ উদ্ধার 700 গ্রাম সোনা ৷ যার বাজারমূল্য 40 লাখেরও বেশি ৷
STF সূত্রে খবর, ধৃতের নাম সহিদুল্লা ৷ বাংলাদেশের কুমিল্লার গাজিপুরের বাসিন্দা ৷ বনগাঁর হরিদাসপুর চেকপোস্ট দিয়ে এ দেশে ঢোকে সে । উদ্দেশ্য সোনা পাচার । বনগাঁ স্টেশন থেকে ট্রেনে চেপে শিয়ালদায় নেমে বড়বাজারে যাওয়ার পরিকল্পনা ছিল । সেখানে নির্দিষ্ট ব্যক্তির হাতে ওই সোনা তুলে দেওয়ার কথা ছিল ৷ কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদা স্টেশনের পার্কিং এরিয়া থেকে আটক করা হয় তাকে । তল্লাশি চালাতেই উদ্ধার হয় 6 টি সোনার বার । তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় ৷
প্রসঙ্গত, 19 অক্টোবর বাংলাদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা মিজানুর রহমান সোনার বিস্কুট নিয়ে সীমান্ত পার হয়ে এ দেশে ঢোকে । তার কাছ থেকে উদ্ধার হয় পাসপোর্ট । বনগাঁ থেকে লোকাল ট্রেনে চেপে শিয়ালদায় পৌঁছায় সে ৷ তারপর সেখান থেকে অটোতে বড়বাজার । সেখানেই নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল সোনা । তার আগেই STF গ্রেপ্তার করে তাকে । এবারও সেই একই মোডাস অপারেন্ডি । তবে ধৃত সহিদুল্লা এর আগেও এ ভাবে সোনা পাচার করেছে বলে সন্দেহ পুলিশের । তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।