কলকাতা, 29 সেপ্টেম্বর : গোয়ার সাতবারের কংগ্রেসের বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন লুইজিনহো ফালেইরো ৷ আজ তিনি তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন ৷ তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় 40 মিনিট মতো দু'জনের মধ্যে কথাবার্তা হয় ।
কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ও বিধায়ক পদ থেকে গত সোমবারই ইস্তফা দেন লুইজিনহো ফালেইরো। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায় ফালেইরোর গলায় । ইস্তফা দেওয়ার পর নিজের সমর্থকদের উদ্দেশ্যে লুইজিনহো ফালেইরো বলেন, " আমি কংগ্রেসে নির্যাতিত ছিলাম । আমি চাই গোয়াবাসীর দুঃখ শেষ হোক। আমি নির্যাতিত হয়েও চুপ ছিলাম। আমি যদি এমনভাবে আক্রান্ত হতে পারি তাহলে ভাবুন সেই গোয়াবাসীদের কী অবস্থা যারা কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছিলেন। গোয়ায় নতুন ভোরের লড়াই শুরু হল আজ থেকে ৷"