পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Luizinho Faleiro : গোয়াতে নতুন ভোরের লড়াই শুরু, মমতা-সাক্ষাৎ শেষে বললেন ফালেইরো

তৃণমূলে যোগদানের আগে আজ দুপুরে নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তাঁদের মধ্যে 40 মিনিট কথা হয় ৷

Luizinho Faleiro
তৃণমূলে যোগদানের আগে নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

By

Published : Sep 29, 2021, 4:34 PM IST

Updated : Sep 29, 2021, 5:20 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : গোয়ার সাতবারের কংগ্রেসের বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন লুইজিনহো ফালেইরো ৷ আজ তিনি তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন ৷ তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় 40 মিনিট মতো দু'জনের মধ্যে কথাবার্তা হয় ।

কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ও বিধায়ক পদ থেকে গত সোমবারই ইস্তফা দেন লুইজিনহো ফালেইরো। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায় ফালেইরোর গলায় । ইস্তফা দেওয়ার পর নিজের সমর্থকদের উদ্দেশ্যে লুইজিনহো ফালেইরো বলেন, " আমি কংগ্রেসে নির্যাতিত ছিলাম । আমি চাই গোয়াবাসীর দুঃখ শেষ হোক। আমি নির্যাতিত হয়েও চুপ ছিলাম। আমি যদি এমনভাবে আক্রান্ত হতে পারি তাহলে ভাবুন সেই গোয়াবাসীদের কী অবস্থা যারা কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছিলেন। গোয়ায় নতুন ভোরের লড়াই শুরু হল আজ থেকে ৷"

আরও পড়ুন: দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন

গতকাল সন্ধ্যায় কলকাতায় পৌঁছে যান তিনি। কলকাতায় পা রেখেই তিনি জানান, বিরোধী শক্তির জন্য মমতাই মুখ। তাই তার উপরই ভরসা রাখতে চান দেশবাসী। লুইজিনহো ফালেইরোর তৃণমূল কংগ্রেসে যোগদান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী হওয়া ছাড়াও কংগ্রেস সংগঠেনের কাজে অনেক অভিজ্ঞতা রয়েছে তাঁর। সামলেছেন ত্রিপুরা-সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্বও। আসা করা যাচ্ছে যে সুস্মিতা দেবের পর তাঁর অভিজ্ঞতাও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কাজে লাগবে উত্তর-পূর্ব ভারতে নিজেদের সংগঠনকে মজবুত করার কাজে।

Last Updated : Sep 29, 2021, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details