পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 27, 2020, 2:32 PM IST

ETV Bharat / city

3-4 মাসের মধ্যে ফুলবাগান স্টেশন চালুর আশ্বাস কলকাতা মেট্রোর GM-র

আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ফুলবাগান মেট্রো স্টেশন চালু করার পরিকল্পনা মেট্রোরেল কর্তৃপক্ষের ৷ স্টেশনের কাজ কতটা এগিয়েছে তা পরিদর্শনে আসেন কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার মনোজ যোশি ৷

east -west metro
ইস্ট-ওয়েস্ট মেট্রো

কলকাতা, 27 ফেব্রুয়ারি : ইস্ট ওয়েস্ট মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজের অগ্রগতি ও অন্যান্য বিষয় পরিদর্শনে বুধবার ফুলবাগান স্টেশনে যান কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার (GM) মনোজ যোশি ৷

দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে যাত্রীদের জন্য খুলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের প্রথম পর্যায়ের পরিষেবা সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত । দ্বিতীয় পর্যায়ে এই স্টেশনগুলির সঙ্গে যুক্ত করা হবে ফুলবাগান স্টেশনকে ৷ তাই কাজের অগ্রগতি ও অন্যান্য খুঁটিনাটি বিষয় দেখতে গতকাল ফুলবাগান স্টেশন পরিদর্শন করেন কলকাতা মেট্রোর GM ও কলকাতা মেট্রোর অন্য পদস্থ আধিকারিকরা । সকাল 10 টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রায় দু'ঘণ্টা ধরে চলে পরিদর্শন ৷ রেলওয়ে লাইন থেকে শুরু করে সিগন্যালিং ব্যবস্থা, টিকিট কাউন্টার, স্ক্রিন ডোরের খোলা বন্ধ, টিকিট পানচিং গেট, লিফ্ট ও এস্কেলেটর এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থার দিকগুলো পরিদর্শন করেন তিনি ।

মনোজ যোশি বলেন, "আমাদের ইচ্ছা আছে যে সবকিছু ঠিকঠাক থাকলে 3 থেকে 4 মাসের মধ্যে ফুলবাগান স্টেশনটি চালু করার ৷ তাই ওই স্টেশনে কতটা কাজ এগিয়েছে এবং আর কী কী কাজ বাকি রয়েছে সেসব খতিয়ে দেখা হয় । যদিও বেশিরভাগ কাজই শেষ হয়ে গেছে । এবার আমরা আমাদের পরিদর্শনের ভিত্তিতে কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে 'অ্যাপ্লিকেশন' পাঠাব ৷ তারা আমাদের অ্যাপ্লিকেশন ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখবে এবং তাদের তরফে পরিদর্শনের পরেই অনুমোদন দেওয়া হবে । এই পুরো পদ্ধতিটি সময়সাপেক্ষ ।’’

মেট্রোরেল সূত্রে খবর, চিনের একটি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিত্বে ফুলবাগান স্টেশনে রেডিয়ো ফ্রিকোয়েন্সি ইন্টারফেরেন্স (RFI)-র কাজ চালু হওয়ার কথা ছিল । তবে কোরোনা ভাইরাসের জেরে চিন থেকে এই দল এখনও পর্যন্ত না আসায় কাজটি শুরু হতে কিছুটা বিলম্ব হবে ।

ABOUT THE AUTHOR

...view details