কলকাতা, 22 মার্চ : পারিবারিক অশান্তির জেরে বাবাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে ৷ আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার উত্তর বন্দর থানা এলাকায় ৷ অভিযুক্ত মেয়ে পিয়ালী অধ্যায়কে পুলিশ গ্রেফতার করেছে ৷ নিহত ব্যক্তি বিশ্বমাথ অধ্যায় ৷ গোটা ঘটনায় পুলিশ সিসিটিভ ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছে ৷
বাবাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে খুন, অভিযুক্ত মেয়ে - কেরোসিন তেল
মদ্যপ অবস্থায় মারধর করায় বাবার গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর বন্দর থানা এলাকায় ৷ নিহত বিশ্বনাথ অধ্যায় রোজ তাঁর মেয়েকে মারধর করত বলে জানা গিয়েছে ৷ রবিবার রাতেও একইভাবে তাঁকে মারধর করায়, পিয়ালী অধ্যায় তার বাবার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয় ৷
আরও পড়ুন : প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে পারিবারিক ঝামেলার জেরে পিয়ালী অধ্যায় নামে এক যুবতি তার বাবার গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয় ৷ উত্তর বন্দর থানা এলাকার ঘটনায় অভিযুক্তরে পুলিশ গ্রেফতার করেছে ৷ পিয়ালী পুলিশকে জানিয়েছে, নিহত বিশ্বনাথ অধ্যা তাঁকে রোজ মারধর করতেন ৷ রবিবার রাতেও তাঁকে মারধর করছিল ৷ তখনই বিশ্বনাথ অধ্যায়ের গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেয় অভিযুক্ত ৷ পুলিশকে সে এও জানিয়েছে বিশ্বনাথ অধ্যায় সেই সময় মদ্য়প অবস্থায় ছিলেন ৷ এই ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা ৷ ঘটনায় পিয়ালী অধ্যায়কে পুলিশ গ্রেফতার করেছে ৷