হাওড়া, 1 মার্চ: দোলের আগে পূর্ব রেলের বড় ঘোষণা । ফের দূরপাল্লার ট্রেনে ফিরতে চলেছে অসংরক্ষিত আসন বিশিষ্ট কোচ (general compartment returns)। পূর্ব রেলের (Indian railway) এক নির্দেশিকাতে এমনটাই জানা যাচ্ছে ।
রেলের দাবি, হোলি ও দোলকে সামনে রেখেই এই ভাবনা । প্রতিবছরই বহু মানুষ হোলি ও দোলের আগে বাড়ি ফিরে আসেন । তাঁদের কথা চিন্তা করেই এই বছর থেকে পুনরায় আগের মতো অসংরক্ষিত আসন বিশিষ্ট কামরা ফিরিয়ে নিয়ে এল পূর্ব রেল (general compartment at express train)। রেলের এই সিদ্ধান্ত অবশ্যই যাত্রীদের কাছে খুশির সংবাদ হবে বলে মনে করছে পূর্ব রেল ।
কোভিড সংক্রমণ রুখতে এক্সপ্রেস ট্রেনগুলিতে অসংরক্ষিত কোচ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতেই অসংরক্ষিত কোচগুলি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হল । পাশাপাশি এই স্বল্প দূরত্বের যাত্রীদের থেকে টিকিট বিক্রি বাবদ বেশ খানিকটা আয়ের পথ হবে বলে মনে করছে পূর্ব রেল ।
আরও পড়ুন:IRCTC Started New Train : তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেন ভারতীয় রেলের
আপাতত পূর্ব রেলের সমস্ত দূরপাল্লার ট্রেনেই ফিরছে এই অসংরক্ষিত কামরা । এর ফলে উপকৃত হবেন স্বল্প দূরত্বের এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা । এবার থেকে কোনও ট্রেনের টিকিট কেটে যাত্রীরা ওই বগিগুলোতে উঠতে পারবেন । কোভিড পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় এবার সব এক্সপ্রেস ট্রেনেই ফের অসংরক্ষিত কামরা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল । এখন আর স্টেশনে পৌঁছে জেনারেল কম্পার্টমেন্টের জন্য টিকিট পেতে যাত্রীদের কোনও সমস্যা হবে না । এই পদ্ধতিটি কার্যকর হওয়ার পরে, দ্বিতীয় শ্রেণির বগিতে ভ্রমণকারী যাত্রীরা প্রাক-করোনাকালের মতোই স্টেশনে পৌঁছনোর পরে টিকিট কিনতে পারবেন ।
আরও পড়ুন:Bullet Train from Howrah : এবার হাওড়া থেকে বারাণসী ছুটবে বুলেট ট্রেন, ঘোষণা রেলের
করোনার প্রকোপ বৃদ্ধির কারণে বেশ কয়েক মাস সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ ছিল । শুধু চালু ছিল পণ্যবাহী ট্রেন । পরবর্তী কালে পরিযায়ীদের ঘরে ফেরার সুবিধার্থে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালু হয় । এরপর যখন সর্বসাধারণের জন্য দূরপাল্লার ট্রেন চালু হয়, তখন অসংরক্ষিত কোচকে সংরক্ষিত করে দেওয়া হয় । কারণ সেই সময় অসংরক্ষিত কোচ হলে ভিড়ের চাপ সামলানো যাচ্ছিল না । তারপর বছরাধিক সময় গড়িয়েছে । কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে । তাই ফের অসংরক্ষিত কামরা চালু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল ।