কলকাতা, 13 জুন : পুরোপুরি কোরোনামুক্ত গড়ফা থানা । আজ সুস্থ হয়ে উঠলেন আরও দুইজন পুলিশকর্মী । সবমিলিয়ে কমব্যাট এবং আর্মড ফোর্সের 37 জন কোরোনামুক্ত হলেন । সুস্থ হওয়া পুলিশকর্মীদের বরণ করে নিল কলকাতা পুলিশ । কিন্তু কিছুটা শোকের আবহ তৈরি করেছে ট্র্যাফিক কনস্টেবলের মৃত্যুর খবরে ।
এখনও পর্যন্ত কলকাতা পুলিশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 265 । তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের । কিন্তু সুস্থ হয়ে উঠেছেন চার OC সহ বেশিরভাগ পুলিশকর্মী । লালবাজার সূত্রে জানা গেছে, এই মুহূর্তে কলকাতা পুলিশের সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 100-র কাছাকাছি । অর্থাৎ বেশিরভাগ পুলিশকর্মী সুস্থ হয়েছেন । আজ 37 জন কমব্যাট ফোর্স, ডিজ়াস্টার ম্যানেজমেন্ট, আর্মড পুলিশ সহ অন্য পুলিশকর্মী সুস্থ হয়ে ওঠেন । তাঁরা শহরের বিভিন্ন হাসপাতালে ভরতি ছিলেন । আজ তাঁদের সুস্থ হওয়ার পর বরণ করে নেন পুলিশকর্মীরা ।
অন্যদিকে গড়ফা থানায় মোট 16 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হন । আক্রান্তের সংখ্যার নিরিখে তা ছিল সর্বাধিক । সেই সূত্র ধরে গড়ফা থানায় বিক্ষোভ পর্যন্ত হয় ।
সুস্থ 37 পুলিশকর্মী, কোরোনামুক্ত গড়ফা থানা - KP
কোরোনামুক্ত হলেন আরও 37 পুলিশকর্মী । গড়ফা থানা এখন কোরোনামুক্ত ।
garfa
এর আগে অতিরিক্ত পুলিশ OC সহ অন্যান্য পুলিশকর্মী সুস্থ হয়ে ওঠেন । আজ সুস্থ হলেন এক সাব-ইন্সপেক্টর এবং একজন সিভিক ভলান্টিয়ার । তাঁরা দুইজন বেলেঘাটা ID হাসপাতাল এবং KPC হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । আজ এই দুইজন সুস্থ হওয়ার ফলে মোট 16 জন পুলিশকর্মী সুস্থ হয়ে উঠলেন ।