কলকাতা, 7 জানুয়ারি : কোরোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার জন্য কী কী সুরক্ষাবিধি কার্যকর করছে রাজ্য, হলফনামা দিয়ে আগামীকালের মধ্যে তা জানাতে বলল কলকাতা হাইকোর্ট । রাজ্যকে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মুখ্যসচিবের সঙ্গে বসে লিখিত আকারে মেলার সুরক্ষাবিধি ব্যবস্থা আগামীকাল কলকাতা হাইকোর্টে জানানোর নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার সুরক্ষাবিধি ? মেডিকেল টিম আনতে রাজ্যকে নির্দেশ
বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন, যদি আদালত মনে করে রাজ্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি, তাহলে প্রয়োজনে মেলা বাতিল করা হতে পারে । মনে রাখতে হবে, ছট পুজো আর গঙ্গাসাগর মেলা এক নয় । এই মেলায় লাখ লাখ পুণ্যার্থীর সমাগম হয় । ফলে, সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও অনেক বেশি । মানুষের জীবন আগে, পরে মেলা বা উৎসব । ডিভিশন বেঞ্চের পরামর্শ, নদীর জল প্যাকেটে করে নিয়ে তা পুণ্যার্থীদের মাথায় ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে ৷ সেক্ষেত্রে সকলের একসঙ্গে নদীতে স্নান করার প্রয়োজন পড়বে না ।
আগামীকাল বেলা দুটোর সময় ফের শুনানি মামলার । কালই হতে পারে রায়দান ।