পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফলের বাজারে আগুন, সরস্বতী পুজোয় মধ্যবিত্তের পকেটে টান - কলকাতা

সরস্বতী পুজোয় ফলের বাজারে চড়া দাম। মধ্যবিত্তের পকেটে টান।

ফলের বাজার

By

Published : Feb 9, 2019, 1:09 PM IST

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : আজ সরস্বতী পুজো। কেনা হয়ে গেছে প্রতিমা। কিন্তু প্রসাদে বাগদেবীকে কী দেওয়া হবে তাই নিয়ে শেষমুহূর্তে রীতিমতো চিন্তায় মধ্যবিত্ত। ফলের বাজারে যে আগুন। শশা থেকে কুল সবকিছুই বিক্রি হচ্ছে। তবে, চড়া দামে। তাই এবছর পুজোর বাজার করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে।

শুক্রবার মধ্য কলকাতার বিভিন্ন বাজার ঘুরে একই দৃশ্য চোখে পড়ল। শশা থেকে আপেল সবকিছুরই দাম প্রতি কেজি ১০-২০ টাকা করে বেড়েছে। শশা ৮০ টাকা কিলো। কমলালেবু বিক্রি হচ্ছে ২৫ টাকা জোড়া। পেয়ারা ৮০ টাকা কিলো দরে বিক্রি হয়েছে।

পুজোর বাজার করতে আসা এক দম্পতি বলেন, "আগের বছরের থেকে এবছর ফলের দাম অত্যন্ত বেশি। বিশেষ করে শশাতে হাত দেওয়া যাচ্ছে না। সারাবছর শশার দাম ৪০-৫০ টাকা কিলো থাকে। আর আজ শশা ১০০ টাকার নিচে পাচ্ছি না। তাও কিনতে হচ্ছে। বাজেটে কাঁট-ছাঁট করে বাজার করেছি।"

ফলবিক্রেতাদের বক্তব্য, চাষিরা দাম বাড়িয়েছে বলেই বাজারে ফলের দাম বেড়েছে। আর আপেল ও কমলালেবুর সিজ়ন শেষ হওয়ায় দাম বেড়েছে।

ABOUT THE AUTHOR

...view details