পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

WBIDC : এবার থেকে জমি হস্তান্তরের আগে পরিকাঠামো গড়ে দেবে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম - পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম

জমি হস্তান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম ৷ দফতরের তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে জমি হস্তান্তরের আগে গুরুত্বপূর্ণ পরিকাঠামো তৈরি করে দেওয়া হবে ৷ শিল্পের জন্য জমি নেওয়ার ক্ষেত্রে যাতে কোনও রকম অসুবিধা না হয় তার জন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷

পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম
পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম

By

Published : Aug 1, 2021, 10:31 PM IST

কলকাতা, 1 অগস্ট : জমি হস্তান্তরের ক্ষেত্রে স্বচ্ছতা এবং দ্রুততা আনতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম (West Bengal Industrial Development Corporation Limited-WBIDC) । পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম ঠিক করেছে, বড় জমির ক্ষেত্রে ন্যূনতম পরিকাঠামো যেমন, রাস্তা, জল সংযোগ এবং বিদ্যুৎ সরবরাহের মতো বিষয়গুলি তৈরি করে শিল্পপতিদের বিনিয়োগ করার ক্ষেত্রে আহ্বান জানাবে শিল্পোন্নয়ন নিগম । পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে, বড় বড় শিল্পপতিরা ন্যূনতম পরিকাঠামো যেমন, বিদ্যুৎ, জল সরবরাহ এবং রাস্তা তৈরি করতে গিয়ে একাধিক দফতরে দৌড়াদৌড়ি করে বেশ অসুবিধার মধ্যে পড়েন । এই কারণে শিল্পের জমির ক্ষেত্রে এই ধরনের পরিকাঠামো তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম ।

ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় এই পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে তারা । পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে 900 একর, পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় 350 একর, পুরুলিয়ায় জঙ্গলসুন্দরী কর্মনগরীতে 2488 একর, নদিয়ার কল্যাণীতে 100 একর জমি রয়েছে ৷ দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত এই ফাঁকা জায়গায় ন্যূনতম পরিকাঠামো তৈরির কাজ শুরু করছে শিল্পোন্নয়ন নিগম ৷ এছাড়াও কেনার পর দীর্ঘদিন ধরে ব্যবহার না করা বেশ কিছু জমি ইতিমধ্যেই চিহ্নিত করেছে নিগম ।

রাজ্যে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম (WBSIDCL) এবং পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের (WBIIDC) আওতায় 15 থেকে 20 শতাংশ জমি রয়েছে, যেগুলো হস্তান্তরের পর দীর্ঘদিন কেটে গেলও সেখানে কোনও শিল্প তৈরি হয়নি ৷ দফতর এইসব জমি মালিক তথা শিল্প উদ্যোগীদের চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে । তাঁদের থেকে জানতে চাওয়া হবে কেন তাঁরা জমি নিয়েও দীর্ঘদিন ধরে সেগুলি ফেলে রেখেছেন বা সেখানে কোনও কাজ করছেন না । জবাব সন্তোষজনক হলে তাঁদের আরও কিছুটা সময় দেওয়া হবে । নয়তো এই জমিগুলোর চুক্তি পুনর্নবীকরণ করবে না নিগম । রাজ্য সরকারের অন্তর্গত বিভিন্ন শিল্প উন্নয়নের নিগমের থেকে জমি নিতে গেলে আলাদা আলাদা কাগজপত্র বা আলাদা ধরনের পদ্ধতিতে আবেদন করতে হত । এইবার শিল্প উন্নয়ন নিগম, ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম এবং শিল্প পরিকাঠামো উন্নয়নের নিগমের সমস্ত কিছুর ক্ষেত্রেই জমির জন্য আবেদন করতে গেলে একই ধরনের কাগজপত্র প্রয়োজন হবে । লিজ এগ্রিমেন্টের ক্ষেত্রেও যেকোনও শিল্প নিগমের জমি নেওয়ার ক্ষেত্রে একই ধরনের সময়সীমা, নিয়ম বা পেনাল্টি ধার্য করা হবে ।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তালিকাভুক্ত সমস্ত জমি তাদের ওয়েবসাইটে তুলে দিয়েছে নিগম কর্তৃপক্ষ । জমির দাম-সহ কতটা জমি, কোন জায়গায় রয়েছে তারও তালিকা রয়েছে এই ওয়েবসাইটে । শিল্পপতিদের জমি নেওয়ার ক্ষেত্রে যাতে কোনও রকম সমস্যা না হয় এই বিষয়টা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিগমের । ইতিমধ্যেই নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপিত 25টি জমি নেওয়ার জন্য প্রস্তাব জমা পড়েছে শিল্প উন্নয়ন দফতরে ।

আরও পড়ুন : bidhannagar police commissionerate : অপরাধ ঠেকতে সল্টলেক-নিউটাউনে পথে নামছে বিধাননগর কমিশনারেটের প্রমীলা বাহিনী

ABOUT THE AUTHOR

...view details