পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

School colleges Reopen : রাজ্যে 3 ফেব্রুয়ারি থেকে ফের খুলছে স্কুল-কলেজ - CM Mamata Banerjee Announces

নাইট কার্ফু রাত 10 টার বদলে রাত 11টা থেকে এবার লাগু হবে ৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন (CM Mamata Banerjee Announces), রাজ্যের পর্যটনস্থল ও পার্কগুলিও খুলে দেওয়া হচ্ছে ৷

School-colleges Reopen
রাজ্যে 3 ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ

By

Published : Jan 31, 2022, 4:14 PM IST

Updated : Jan 31, 2022, 6:16 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : 3 ফেব্রুয়ারি থেকে ফের খুলছে রাজ্যের স্কুল- কলেজ (School-colleges Reopen) ৷ সোমবার নবান্নে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুলবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ ওই দিন থেকেই খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়ও ৷ একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, এখনই প্রাইমারি স্কুল না খুললেও পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য পাড়ায় পাড়ায় শিক্ষালয় শুরু হবে ৷

তবে স্কুল-কলেজ খুললেও এখনই অন্যান্য বিধিনিষেধ সম্পূর্ণ প্রত্যাহার করা হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ এই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হচ্ছে ৷ তবে নাইট কার্ফু রাত 10 টার বদলে রাত 11টা থেকে এবার লাগু হবে ৷ চলবে ভোর 5টা পর্যন্ত ৷ 75 শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস খোলা যাবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বলেছেন, 75 শতাংশ দর্শক নিয়ে খোলা থাকবে সিনেমা হল, থিয়েটার-যাত্রাও করা যাবে ৷

আরও পড়ুন : "আমরা কি ওনার চাকর-বাকর", রাজ্যপালকে টুইটারে ব্লক করে মন্তব্য ক্ষুব্ধ মমতার

বিয়েবাড়ির ক্ষেত্রে অনুষ্ঠান স্থলের আয়তন বুঝে 75 শতাংশ লোক সমাগমের অনুমতি এদিন রাজ্য দিয়েছে ৷ স্টেডিয়াম, প্রেক্ষাগৃহের ক্ষেত্রে বসার জায়গার অনুপাতে 75 শতাংশ লোক সমাগম করা যাবে ৷ রেস্তোরাঁ, বারের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে ৷ তবে প্রকাশ্য জমায়েত বা রাস্তায় রাজনৈতিক মিটিং মিছিলে সর্বাধিক 200 জনকেই জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে ৷ ভোট প্রচারের ক্ষেত্রে কমিশনের নির্দেশ মেনে চলার কথা জানিয়েছেন মমতা ৷ রাজ্যের বিভিন্ন পার্ক, পর্যটন স্থল, সুইমিং পুল খোলার কথাও এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷

একইসঙ্গে ঘরোয়া বিমান চলাচলের উপর যে বিধিনিষেধ ছিল তাও শিথিল করা হয়েছে । পয়লা ফেব্রুয়ারি থেকে কলকাতা-দিল্লি, ও কলকাতা-মুম্বই বিমান এবার থেকে প্রতিদিন চলবে । একইসঙ্গে আন্তর্দেশীয় বিমান অর্থাৎ কলকাতা- লন্ডন বিমান যোগাযোগও স্বাভাবিক হচ্ছে । তবে কলকাতা বিমানবন্দরে নেমে যাত্রীদের আরটিপিসিআর টেস্ট করাতে হবে ৷

Last Updated : Jan 31, 2022, 6:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details