কলকাতা, 25 জানুয়ারি : CAA, NRC-র বিরুদ্ধে গোটা রাজ্যজুড়ে জোরদার আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার রণকৌশল তৈরি করে ফেললেন তৃণমূল নেত্রী ৷ গতকাল তৃণমূল ভবনে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করে CAA-র বিরোধিতায় লাগাতার আন্দোলনের রূপরেখা তৈরি করে দেন ৷ জানান, ফেব্রুয়ারি মাসের প্রথমদিন থেকেই CAA ও NRC বিরোধী জোরালো আন্দোলন শুরু করা হবে ।
ফেব্রুয়ারির প্রথমদিন থেকেই রাজ্যজুড়ে শুরু হবে CAA বিরোধী আন্দোলন : মমতা - TMC
তৃণমূল ভবনে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী ৷ CAA-র বিরোধিতায় লাগাতার আন্দোলনের রূপরেখা তৈরি করে দেন ৷ জানান, ফেব্রুয়ারি মাসের প্রথমদিন থেকেই CAA ও NRC বিরোধী জোরালো আন্দোলন শুরু করা হবে ।
উত্তরবঙ্গ সফর শেষ করে গতকালই কলকাতা ফেরেন মমতা বন্দোপাধ্যায় । বিমানবন্দর থেকে সরাসরি তৃণমূল ভবনের বৈঠকে যোগ দেন তিনি । বৈঠকে দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সভাপতিরা । CAA ও NRC ইশুকে সামনে রেখে পৌর নির্বাচনে BJP-কে পর্যদস্তু করতে দলের নেতা কর্মীদের উঠে পড়ে লাগার পরামর্শ দেন ৷
বৈঠক শেষে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের নাগরিক অধিকার বজায় রাখার জন্য রাজ্যের সমস্ত ব্লকে মিছিল ও সভা করা হবে ৷ ফেব্রুয়ারির 1, 2, 5 তারিখ 1 ঘণ্টার জন্য ৷ দুপুর 2 টো থেকে 3 টে পর্যন্ত রাজ্যের সমস্ত ব্লকে মানববন্ধন হবে । 6 ফেব্রুয়ারি বুকে পোস্টার ঝুলিয়ে রাজ্যের সমস্ত ব্লকে নিঃশব্দে প্রতিবাদ মিছিল হবে ৷ 7 ফেব্রুয়ারি পথসভা হবে সমস্ত জায়গায় । 8 এবং 9 ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সমস্ত জনপ্রতিনিধিরা তাদের অঞ্চলের তপশিলি গ্রামগুলোতে যাবে । বুথস্তর পর্যন্ত যাবে ৷ এমনকী তাদের বাড়ি বাড়ি যাবে । এ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় 3 টি জনসভা করবেন । প্রথম সভা করবেন বনগাঁতে । দ্বিতীয় সভা করবেন কল্যাণী, চাকদা ও গয়েশপুরের মধ্যবর্তী এলাকায় । এছাড়াও তৃতীয় জনসভা করবেন রানাঘাটে । জনসভার তারিখ, সময় এবং সঠিক স্থান এখনও চূড়ান্ত হয়নি ।"