পশ্চিমবঙ্গ

west bengal

দৈনিক সংক্রমণ আজও 4 হাজার পার, কলকাতায় বাড়ছে আক্রান্ত

By

Published : Oct 25, 2020, 8:50 PM IST

Updated : Oct 25, 2020, 10:33 PM IST

পুজো শুরুর আগে কলকাতায় দৈনিক সংক্রমণ ছিল 800-র আশপাশে । গতকাল তা ছিল 895 । আজ তা বেড়ে হয়েছে 910 ।

COVID-19
COVID-19

কলকাতা, 25 অক্টোবর : ফের একদিনে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল চার হাজার । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্তের সংখ্যা 4 হাজার 127 জন ।

তবে, গতকালের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 49 হাজার 701 । কমেছে মৃত্যুর হারও । শেষ 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 60 জনের । রাজ্যে এখনও পর্যন্ত মোট 6 হাজার 487 জনের কোরোনায় মৃত্যু হয়েছে ।

কলকাতায় বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পুজো শুরুর আগে কলকাতায় দৈনিক সংক্রমণ ছিল 800-র আশপাশে । গতকাল তা বেড়ে দাঁড়ায় 895 । শেষ 24 ঘণ্টায় কলকাতায় 910 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 915 জন ।

রাজ্যে গতকাল পর্যন্ত 42 লাখ 55 হাজার 801টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 42 হাজার 538টি নমুনা পরীক্ষা করা হয় । সব মিলিয়ে এপর্যন্ত মোট 42 লাখ 98 হাজার 339টি নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 47 হাজার 759 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.14 % ।

Last Updated : Oct 25, 2020, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details