শীতের ভোর ৷ কুয়াশায় ঢাকা চারদিক ৷ চাঁদপুর স্টেশনের এককোণে গুটি মেরে বসে দুই যুবক ৷ পাশ দিয়ে গেলেও কারও নজরে পড়ত না ৷ কোনও কিছুর অপেক্ষা করছেন তাঁরা ৷ প্রতীক্ষার প্রহর যত বাড়তে লাগল, ততই যেন তাঁদের হৃদস্পন্দনের গতি বাড়তে থাকে ৷ একসময় ট্রেনের আওয়াজে তাঁদের চোখ চিকচিক করে উঠল ৷ অপেক্ষার প্রহর শেষ ৷ এবার নিজেদের সংকল্প পূরণের সময় ৷ দৌড়লেন ট্রেনের দিকে ৷ কয়েক মুহূর্ত পরে রিভলভারের গুলির আওয়াজ ৷ হইচই শুরু স্টেশনে ৷ দৌড়ে পালাচ্ছেন দুই যুবক ৷ তাঁদের ধরার জন্য দৌড়াল পুলিশ ৷ তার আগেই অন্ধকারে গা ঢাকা দিলেন ওই দুই যুবক ৷
1930 সালের 1 ডিসেম্বরের এই ঘটনার কয়েকঘণ্টা পর ধরা পড়লেন ওই দুই যুবক ৷ রামকৃষ্ণ বিশ্বাস ও কালীপদ চক্রবর্তী ৷ ধরা পড়ার পর তাঁদের চোখেমুখে ভয়ের কোনও চিহ্ন নেই ৷ বরং নিজেদের কাজ সম্পূর্ণ করতে না পারার বেদনা ধরা পড়ে ৷ কারণ, যাঁকে মারতে গিয়েছিলেন, তিনি বেঁচে গিয়েছেন ৷ মাস্টারদা সূর্য সেনকে দেওয়া কথা না রাখতে পারার যন্ত্রণা রামকৃষ্ণের চোখেমুখে ৷
মাত্র 21 বছর বয়সে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পরেছিলেন রামকৃষ্ণ ৷ ছোটো থেকে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার স্বপ্ন দেখতেন ৷ জন্ম 1910 সালের 16 জানুয়ারি ৷ বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের সারোয়াতলিতে ৷ বাবার নাম দুর্গাকৃপা বিশ্বাস ৷ মায়ের নাম নয়নতারা দেবী ৷ ছোটোবেলা থেকেই মেধাবী ছাত্র রামকৃষ্ণ বিশ্বাস ৷ 1928 সালে এন্ট্রান্স পরীক্ষায় জেলায় প্রথম হন ৷ ভরতি হন চট্টগ্রামের সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ৷ পাথরঘাটায় বোনের বাড়িতে থেকে পড়াশোনা শুরু করেন ৷ কিন্তু, স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার জন্য ক্রমশ মনের ভিতর তোলপাড় চলছিল ৷ মাস্টারদা সূর্য সেন তখন যুবকদের অনুপ্রেরণা ৷ তাই ছুটলেন তাঁর কাছে ৷ তাঁর দীপ্ত চোখে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জেদ দেখতে পান সূর্য সেনও ৷ দলে নেন ৷ কিছুদিনের মধ্যেই মাস্টারদার বিশ্বস্ত হয়ে ওঠেন রামকৃষ্ণ বিশ্বাস ৷
ব্রিটিশদের মোকাবিলার জন্য দরকার বন্দুক, বোমা ৷ বিপ্লবীরাই বোমা তৈরি করতেন ৷ কিন্তু, বোমা বানানো সহজ কাজ নয় ৷ বিজ্ঞানের ছাত্র রামকৃষ্ণ বোমার ক্যাপ বানানোর দায়িত্ব পেলেন ৷ বোমা বানানোয় ক্রমে দক্ষ হয়ে উঠতে থাকেন ৷ আর বোমা বাঁধতে গিয়েই 1930 সালের ফেব্রুয়ারিতে গুরুতর জখম হন ৷ ফলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নিতে পারেননি তিনি ৷
তবে বোমার ক্ষত তাঁকে দমাতে পারেনি ৷ পুলিশ যাতে তাঁর খোঁজ না পায়, সেজন্য আহত অবস্থাতেই বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে লাগলেন ৷ সুস্থ হয়েই ফের জড়িয়ে পড়েন বিপ্লবী কার্যকলাপে ৷
সেইসময় চট্রগ্রামে স্বাধীনতা আন্দোলনকারীদের দমনে পুলিশের ইন্সপেক্টর জেনেরাল পদে টি জে ক্রেগকে বসায় ব্রিটিশ শাসক ৷ স্বাধীনতা আন্দোলনকারীদের উপর অত্যাচারের জন্য ক্রেগ তখন সুবিদিত ৷ স্বাধীনতা সংগ্রামীদের উপর এই অত্যাচারের বদলা নেওয়ার সিদ্ধান্ত নেন মাস্টারদা ৷
1930 সালের 1 ডিসেম্বর ৷ চাঁদপুর স্টেশনে ট্রেনে করে আসবেন ক্রেগ ৷ তাঁকে হত্যার ব্লু প্রিন্ট তৈরি করলেন মাস্টারদা ও তাঁর দল ৷ দায়িত্ব পড়ল রামকৃষ্ণ ও কালীপদ চক্রবর্তীর উপর ৷ যেন এই সুযোগের অপেক্ষায় ছিলেন রামকৃষ্ণ ৷ সংকল্প করলেন, অত্যাচারী ক্রেগকে হত্যা করতেই হবে ৷
1 ডিসেম্বর চাঁদপুর স্টেশনে পৌঁছালেন রামকৃষ্ণ ৷ সঙ্গী কালীপদ ৷ দু'জনে অপেক্ষা করতে লাগলেন ৷ একসময় ট্রেন এসে থামল স্টেশনে ৷ দুই যুবক ছুটলেন ট্রেনের দিকে ৷ কিন্তু, ক্রেগকে মারতে পারেননি রামকৃষ্ণরা ৷ ভুল করে রেলের ইন্সপেক্টর তারিণী মুখোপাধ্যায়কে ক্রেগ ভেবে গুলি করেন তাঁরা ৷ খাঁকি উর্দি আর গায়ের ওভারকোট দেখে তারিণী মুখোপাধ্যায়কে ক্রেগ ভেবেছিলেন ৷ গুলিতে মৃত্যু হয় রেলের ওই ইন্সপেক্টরের ৷