কলকাতা, 27 সেপ্টেম্বর : কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে সোমবার চারজনকে গ্রেফতার করল সিবিআই । সিবিআই সূত্রের খবর, রাজ্যে কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ চারজনকে ডেকে পাঠানো হয়েছিল । জিজ্ঞাসাবাদের পর দিল্লির সবুজ সংকেত পেয়ে এদিন তাদের গ্রেফতার করে সিবিআই ৷
জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির ডানহাত জয়দেব মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি গ্রেফতার করা হয়েছে নারায়ণ নন্দ, নিরোদ মণ্ডল, গুরুপদ মাঝি নামে আরও তিনজনকে ৷ সিবিআই সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় । সেই তল্লাশিতে বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত হয় একাধিক নথিপত্র । সেখান থেকেই এই চারজনের নাম পান তদন্তকারীরা । এরপরেই তাদের এদিন নিজাম প্যালেসে ডাকা হয় । চলে টানা জিজ্ঞাসাবাদ ।