পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লকডাউন : পালিত হবে না রামকৃষ্ণ মঠ-মিশনের প্রতিষ্ঠা দিবস - Lockdown

কোরোনার কারণে যে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকা জারি করা হয়েছে, তা মানতেই কোনওরকম উদযাপন সভা ও ভক্ত সমাগমের আয়োজন করা হচ্ছে না ।

Ramakrishna Mission
বেলুড় মঠ

By

Published : Apr 29, 2020, 7:41 PM IST

Updated : May 1, 2020, 10:37 AM IST

কলকাতা, 29 এপ্রিল : রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবস 1 মে । এ-বছর কোরোনার আতঙ্কে উদযাপিত হবে না প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান । এমনটাই জানিয়েছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী শুভিরানন্দজি মহারাজ ।

1897 সালের 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেছিলেন । প্রতি বছর এই প্রতিষ্ঠা দিবস পালিত হয় হাওড়ার বেলুড় মঠে এবং উত্তর কলকাতার বলরাম মন্দিরে । এই বলরাম মন্দির থেকেই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল । এ-বছর কোরোনার কারণে যে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকা জারি করা হয়েছে, তার জেরেই কোনওরকম উদযাপন সভা ও ভক্ত সমাগমের আয়োজন করা হচ্ছে না ।

এই প্রথমবার পালিত হবে না রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস । এই বছর রামকৃষ্ণ মঠ ও মিশন 124 তম বর্ষে পদার্পণ করবে । স্বামী বিবেকানন্দের হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে । প্রতিষ্ঠা দিবসের দিনে প্রতিবছর লাখ লাখ ভক্তের সমাগম হয় বেলুড় মঠ ও কলকাতায় স্বামী বিবেকানন্দের উত্তর কলকাতায় বলরাম মন্দিরে । সারাদিন ধরে চলে পূজা-অর্চনা । এছাড়াও মানুষের ঢল নামে বাগবাজার ও রামকৃষ্ণ মিশনের অন্যান্য সব আশ্রমে ।

ইতিমধ্যেই রামকৃষ্ণ মিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন গ্রহণ করেছে কোরোনা মোকাবিলায় । সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে রামকৃষ্ণ মিশন । সচেতনতা প্রচার, রান্না করা খাবারের পরিবেশন এবং শুকনো খাবারদাবার দান করে চলেছে নিরন্তর । পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভসসহ অন্যান্য অত্যাবশ্যক জিনিসপত্রও বিতরণ করা হচ্ছে মিশনের তরফে । বেলুড় মঠের প্রধান কার্য্যালয় এবং তাদের শাখাগুলির মাধ্যমে ডিসপ্লে বোর্ড ও লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা মূলক প্রচার চালানোর ব্যবস্থা করা হচ্ছে । এছাড়াও কয়েক লাখ মানুষের অন্ন সংস্থানেরও ব্যবস্থা করেছে রামকৃষ্ণ মিশন ।

Last Updated : May 1, 2020, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details