পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রদেশ কংগ্রেস দপ্তরে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক - সোমেন মিত্র সংক্রান্ত খবর

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় প্রদেশ কংগ্রেস দপ্তরে BJP যুব মোর্চার আক্রমণের নিন্দা করেন ৷ ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করেন ৷ গতকাল বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে দেখা করেন তিনি ৷

বিধান ভবন

By

Published : Nov 19, 2019, 1:55 AM IST

Updated : Nov 19, 2019, 8:35 AM IST

কলকাতা, 19 নভেম্বর : প্রদেশ কংগ্রেস দপ্তরে BJP যুব মোর্চার আক্রমণের তীব্র নিন্দা করলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় । গতকাল বিকেলে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে দেখা করেন নরেন চট্টোপাধ্যায় এবং প্রাক্তন বিধায়ক হাফিজ় আলম সৈরানি ৷ ঘটনার তীব্র নিন্দা করেন তাঁরা ৷

16 তারিখ সকাল 11 টা নাগাদ প্রদেশ কংগ্রেস দপ্তরে দুষ্কৃতীরা হামলা চালায় । BJP-র যুব মোর্চার সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ কংগ্রেসের ৷ ইতিমধ্যেই বামদলগুলি পৃথক পৃথকভাবে এই ঘটনার তীব্র নিন্দা করেছে ৷ এ বিষয়ে নরেনবাবু জানান, BJP যুব মোর্চার এই নিন্দনীয় ঘটনার সঙ্গে যারা জড়িত, রাজ্য সরকারের অবিলম্বে উচিত তাদের গ্রেপ্তার করা । ঘটনার উপযুক্ত তদন্তের দাবি করেন তিনি ।

25 তারিখ রাজ্যের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচন ৷ উপনির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজ্যের শাসকদল তৃণমূল ও BJP-র বিরুদ্ধে ৷ সেক্ষেত্রে গতকাল নরেনবাবুর প্রদেশ কংগ্রেস দপ্তরে গিয়ে সোমেন মিত্রকে সহানুভূতি জানানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কংগ্রেস নেতৃত্বের একাংশ ৷

Last Updated : Nov 19, 2019, 8:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details