কলকাতা, 2 সেপ্টেম্বর : একুশের নির্বাচনে ভরাডুবির জন্য ফের একবার বড় শরিক সিপিএমকেই কাঠগড়ায় তুলল ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ৷ তাদের সাফ কথা, শরিকি বোঝাপড়ার অভাবেই বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছে বামেদের ৷ বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে অভিযোগ করা হয়, যেভাবে বামপন্থী দলগুলিকে অগ্রাহ্য করে কংগ্রেস এবং আইএসএফ-এর উপর নির্ভরশীল হয়ে পড়েছিল সিপিএম, তাতে আদতে বামপন্থী কর্মী-সমর্থকদের অপমান করা হয়েছে ৷ তাঁরা ‘বড় দাদা’ সিপিএমের এই আচরণ ভালোভাবে নেননি ৷
আরও পড়ুন :Forward Block Flag : লাল ছেড়ে তেরঙ্গায় ফিরছে ফরওয়ার্ড ব্লকের পতাকা
বৃহস্পতিবার ফরওয়ার্ড ব্লকের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ৷ কোনও রাখঢাক না রেখেই তিনি জানিয়ে দেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট শরিকদের অগ্রাহ্য করে কংগ্রেস ও আইএসএফ-এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোরই ফল ভুগছে সিপিএম ৷ যার খেসারত দিতে হচ্ছে বাকি ফ্রন্ট শরিকদেরও ৷
আরও পড়ুন :Biman Basu : দোষ প্রমাণিত হলে শাস্তি হওয়া উচিত, সস্ত্রীক অভিষেককে তলব প্রসঙ্গে মন্তব্য বিমান বসুর
ফব নেতার বক্তব্য, বামপন্থী দল হয়ে অন্য বামপন্থী দলের উপর আস্থা না রেখে বাদবাকিদের ভরসা করেছে সিপিএম ৷ আর এই কারণেই তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ৷ বিষয়টা আমজনতাও ভালোভাবে নেয়নি ৷ যার রেশ গড়িয়েছে ইভিএম পর্যন্ত ৷ এদিন এই প্রসঙ্গে নরেন বলেন, ‘‘এটা আমাদের দুর্ভাগ্য ৷ অতীতে বামফ্রন্টের যে শ্রেণিগত অবস্থান ছিল, আজ সেখান থেকে আমরা সরে এসেছি ৷ তার ফল আমাদের ভুগতে হচ্ছে ৷ বিধানসভা নির্বাচনে আমরা শূন্যতে নেমে গিয়েছি ৷ তাছাড়া, এতদিন নির্বাচনগুলিতে আমাদের লক্ষ্য থাকত, প্রত্যেকটি বিধানসভা এলাকায় বুথ ধরে ধরে মিটিংয়ের আয়োজন করা ৷ একুশের বিধানসভা নির্বাচনে 65% বুথে বুথ কমিটিই তৈরি করতে পারিনি আমরা ৷ 35% বিধানসভা আসনে এবার কোনও কর্মিসভা পর্যন্ত করা হয়নি ৷ ফলে এতদিন পর্যন্ত যে সাংগঠনিক শক্তি বামেদের জয়ের পিছনে ছিল, এবার তার অক্ষমতার ফলও আমাদের ভুগতে হয়েছে ৷’’