পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শরিকি ঐক্যের স্বার্থে বাধ্য হয়েই কংগ্রেসের সঙ্গে সমঝোতায় ফরওয়ার্ড ব্লক - CPI(M)

ফরওয়ার্ড ব্লকের এই 'মনের কথা' স্পষ্ট করে বলেছেন দলের এক শীর্ষ নেতাই । বাম শরিকদের মধ্যে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয়, সেই কারণে আপাতত বিষয়টির ইতি টেনেছেন তিনি ।

ফরওয়ার্ড ব্লক

By

Published : Oct 5, 2019, 5:29 AM IST

Updated : Oct 5, 2019, 6:12 AM IST

কলকাতা, 5 অক্টোবর : কেবলমাত্র CPI(M)-এর চাপে পড়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছে ফরওয়ার্ড ব্লক । নরেন চট্টোপাধ্যায়রা আন্তরিকভাবে চাইছেন না কংগ্রেসের সঙ্গে সমঝোতা হোক । কিন্তু শরিকি ঐক্য ধরে রাখতে গেলে বড় দল CPI(M)-এর কথা মানতেই হবে, তা না হলে বাম ঐক্য বিঘ্নিত হতে পারে ।

ফরওয়ার্ড ব্লকের এই 'মনের কথা' স্পষ্ট করে বলেছেন দলের এক শীর্ষ নেতাই । বাম শরিকদের মধ্যে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয়, সেই কারণে আপাতত বিষয়টির ইতি টেনেছেন তিনি । মহাত্মা গান্ধির জন্মের সার্ধ শতবর্ষের অনুষ্ঠানে কংগ্রেসের ডাকে সাড়া দিয়েছিলেন বলে এটা মনে করার কারণ নেই, যে কংগ্রেসের সঙ্গে আন্তরিকভাবে সমঝোতার পথে গিয়েছে ফরওয়ার্ড ব্লক। সবটাই বাধ্যবাধকতা । জোর করে কিছুটা চাপিয়ে দেওয়ার মত হয়েছে ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে ।

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের কথায়, পুরুলিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল । পরিস্থিতি বদলে গেছে । তাই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছেন তারা । আগামী দিনে ফরওয়ার্ড ব্লক নিজে সিদ্ধান্ত নেবে কংগ্রেসের সব সিদ্ধান্তের সঙ্গে তারা সায় দেবে কি না । সবটাই সময়ের উপর নির্ভর করছে । আগামী দিনেই দেখা যাবে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে কতটা আগ্রহী ফরওয়ার্ড ব্লক ।

আসন্ন নির্বাচনগুলিতে প্রার্থী দেবার ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক দেখবে, যে সমস্ত জায়গায় তাদের সমর্থক বেশি রয়েছে সেখানে কোনও কিছুর বিনিময় তারা অন্য কোনও রাজনৈতিক দলকে আসন ছেড়ে দেবে না । স্পষ্ট জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় । তাহলে কি কেবলমাত্র বাম ঐক্যকে বজায় রাখার জন্য কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে গেল ফরওয়ার্ড ব্লক? উত্তর দেবে সময় । যদিও কংগ্রেসের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে CPI(M)-এর ভূমিকাকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব 'দাদাগিরি' মনে করছে ৷

Last Updated : Oct 5, 2019, 6:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details