কলকাতা, 22 জুন : দলীয় পতাকা বদল নিয়ে শুরুতেই ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc Flag Controversy) অন্দরে বিতর্ক শুরু হয় । কয়েক মাস পরেও সেই দ্বন্দ্ব মিটল না । আর তাই দলের নতুন-পুরনো দুই রকম পতাকা উত্তোলনের মাধ্যমে 83তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ৷ মঙ্গলবার কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc) রাজ্য অফিসে নতুন পতাকায় প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় । ঠিক তেমনি বাঁকুড়া, হাওড়া-সহ প্রায় 10টি জেলায় পুরনো পতাকাতেই প্রতিষ্ঠা দিবস পালন করেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা । এই ঘটনার কথা ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস মেনে নিলেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, ফরওয়ার্ড ব্লকে বিতর্কের সূত্রপাত পতাকা পরিবর্তনকে কেন্দ্র করে । 1948 সাল থেকে ফরওয়ার্ড ব্লকের পতাকায় বাঘের সঙ্গে কাস্তে-হাতুড়ি ছিল। বিক্ষুব্ধ গোষ্ঠীর অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের বর্তমান নেতারা হঠাৎ পতাকা পরিবর্তন করলেন । তাঁদের কথায় গুরুত্ব না দিয়ে, কেন্দ্রীয় কাউন্সিলে প্রস্তাব পাশ করানো হয় । 22 জুন নতুন পতাকা নিয়ে অনুষ্ঠান করা হয়েছে।