পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার সদস্যের BJP-তে যোগ - Kolkata

BJP-তে যোগদান করলেন প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী বঙ্কিম ঘোষ । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষ ।

BJP-তে যোগদানের পর বঙ্কিম ঘোষ

By

Published : Jul 8, 2019, 10:02 AM IST

Updated : Jul 8, 2019, 11:36 AM IST

কলকাতা, 8 জুলাই : মানুষের জন্য কাজ করতে চেয়ে BJP-তে যোগ বামপন্থী বঙ্কিমের । প্রাক্তন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী বঙ্কিম ঘোষ ICCR-প্রেক্ষাগৃহে BJP আয়োজিত একটি অনুষ্ঠানে পদ্ম শিবিরে যোগদান করলেন । তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ ।

বঙ্কিম ঘোষ BJP-তে যোগদানের পর বলেন, "দীর্ঘদিন বামপন্থী ভাবধারায় বিশ্বাসী ছিলাম। দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাবে কাজ করছেন, সেটা দেখেই BJP-তে যোগ দিলাম । মানুষের জন্য কাজ করতে চাই। আর সেটা BJP-তে থেকেই করা সম্ভব ।"

দেকুন ভিডিয়ো

এক সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মন্ত্রিসভার সদস্য ছিলেন বঙ্কিম ঘোষ । পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পাশাপাশি কিছু সময়ের জন্য গ্রন্থাগারমন্ত্রীর দায়িত্বও পালন করেন । BJP সূত্রে জানা গেছে, আগামী দিনে প্রবীণ এই নেতাকে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে ।

আরও পড়ুন : দলীয় কর্মীদের মৃত্যুতে নিজেকে অপরাধী মনে হয়, বলেই কাঁদলেন দিলীপ

বঙ্কিম ঘোষ হরিণঘাটার জাগুলির বাসিন্দা । 1983 সালে তিনি CPI(M)-এর সদস্য হন । সেবছরই গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন । 2001 সাল থেকে 2011 পর্যন্ত হরিণঘাটার বিধায়ক ছিলেন ।

Last Updated : Jul 8, 2019, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details