কলকাতা, 29 সেপ্টেম্বর : কংগ্রেস (Congress) পরিবারকে এক করতে চান গোয়ার (Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) ৷ সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন ৷ বুধবার কলকাতায় বসে এমনই জানালেন তিনি ৷
লুইজিনহো ফালেইরো গোয়ায় দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ৷ দু’বার মুখ্যমন্ত্রীও ছিলেন ৷ তিনি এবার তৃণমূল কংগ্রেসে শরিক হলেন ৷ ঘাসফুল শিবিরে যোগদান করার আগে নবান্নে গিয়ে তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷
আরও পড়ুন :Congress-TMC : কেন বিজেপিকে এতদিন নিশ্চিন্তে থাকতে দিয়েছ, কংগ্রেসকে প্রশ্ন তৃণমূলের
পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে বঙ্গের শাসক দলের সামিল হলেন ৷ তাঁর সঙ্গে গোয়া থেকে আরও ন’জন তৃণমূলে যোগ দিলেন ৷ সেই সময় তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে গোয়ায় এখন চারজন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মনোজ তিওয়ারি ৷ গোয়া থেকে তাঁরা জানিয়েছেন যে আগামিকাল, বৃহস্পতিবার আরও অনেকে তৃণমূলে যোগ দিচ্ছেন সেখানে ৷