পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী - chuni goswami death

প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী । আজ বিকেল পাঁচটায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 82 বছর ।

ছবি
ছবি

By

Published : Apr 30, 2020, 6:02 PM IST

Updated : May 1, 2020, 4:37 PM IST

কলকাতা, 30 এপ্রিল : তার পায়ের জাদুতে মোহিত হতেন দর্শকরা । আবার যখন প্যাড পরে মাঠে নেমেছেন তখনও কেড়েছেন নজর । টেনিসেও তাঁর দক্ষতা সত্যিই নজরকাড়া । ভারতীয় ক্রীড়াজগত এমনই এক ত্রিমুখী প্রতিভাকে হারাল । ফের একবার ছন্দপতন ঘটল ময়দানের ।

কথায় বলে দিনের শুরুটা যেন রাতের অন্ধকারকেই জানান দিয়ে যায় । আজ সকালে তামাম ভারতবাসীর চোখ খুলেছিল এক দুঃসংবাদকে সঙ্গে নিয়ে । বিনোদনের জগৎ হারিয়েছিল ঋষি কাপুরকে । সেই শোকের রেশ কাটার আগেই ফের একবার সুর কাটল । প্রয়াত হলেন ভারতীয় ক্রীড়াজগতের চিরকালীন সুপারস্টার চুনী গোস্বামী । 82 বছর বয়সে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন তিনি । ক্লাব ফুটবল ছাড়িয়ে ভারতীয় ফুটবল, সর্বত্র দু'টি নাম বারবার চর্চিত হয়েছিল । পি কে এবং চুনী । মাত্র কয়েকমাসে ব্যবধানে দুই বন্ধুর মৃত্যু যেন তাঁদের বন্ধুত্বকে অমরত্ব দিল ।

1956 সালে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার জার্সি গায়ে দিয়েছিলেন । 50 টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । আন্তর্জাতিক ফুটবল ছাড়া ক্লাব স্তরে চুনী গোস্বামীর অবদান ময়দানের আনাচে কানাচে এখনও শোনা যায় । জন্ম বাংলাদেশের কিশোরগঞ্জে । তবে, বরাবরই মোহনবাগানের জার্সি পড়েছেন । একটি দিনের জন্য অন্য দলের হয়ে খেলেননি ।

প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী ।

দীর্ঘদিন ধরেই সুগার, স্নায়ুজনিত সমস্যার ফলে ভুগছিলেন । 1954-68 সাল পর্যন্ত খেলেছিলেন মোহনবাগানে । 1956 সালে আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিষেক । দেশের হয়ে করেছেন 11 টি গোল । দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অলিম্পিকেও । 1962 সালে তার নেতৃত্বে এশিয়ান গেমসে সোনা জয় করে ভারত । অবসরের পর ভারতীয় ফুটবল দলের কোচের দায়িত্বও সামলেছিলেন তিনি । 1963 সালে অর্জুন পুরস্কার, 1983 সালে পদ্মশ্রী এবং 2005 সালে মোহনবাগান রত্নে ভূষিত হন চুনী ।

Last Updated : May 1, 2020, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details