কলকাতা, 10 মে : পুলিশি তদন্তেও প্রভাব ফেলছে রাজনৈতিক অঙ্ক ৷ এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম (Former cop claims political equation influencing in Anis Arjun death investigation) ৷ সেই অঙ্কের কথা মাথায় রেখেই তিনি বলে দিচ্ছেন আনিশ ও অর্জুনের মৃত্যু রহস্যের গতিপ্রকৃতি কোন দিকে যেতে পারে ৷ পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের মতে, আনিশ খানের মৃত্যুর তদন্তের অগ্রগতির সেভাবে আর সম্ভাবনা নেই ৷ তবে অর্জুন চৌরাসিয়ার মৃত্যু রহস্য়ের তদন্ত এগোতে থাকবে ৷ এত সহজে থামবে না ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন অংশে ঘটে যাওয়া একাধিক ঘটনা রাজ্যজুড়ে ঝড় তুলেছে ৷ প্রভাব পড়েছে রাজনীতির ময়দানে ৷ সেই ঘটনাগুলির মধ্যে অন্যতম হল হাওড়ার আমতার আনিশ খানের অস্বাভাবিক মৃত্যু (Anis Khan Murder Case) ও কলকাতার কাশীপুরের বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার (Arjun Chowrasia Death Case) ৷ আনিশ খানের ঘটনায় কাঠগড়ায় পুলিশ ৷ আর অর্জুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত বলে দাবি করেছিল বিজেপি ৷
আনিশের মৃত্যুতে রাজ্য সরকার সিট গঠন করে ৷ সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে ৷ কিন্তু তা নিয়ে সন্তুষ্ট নয় আনিশের পরিবার ৷ অন্যদিকে মঙ্গলবার অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ সেখানেও খুনের কোনও অকাট্য প্রমাণ মেলেনি বলেই জানা গিয়েছে ৷