পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mukul Sangma : সুস্মিতা দেবের পথে কি মুকুল সাংমা, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলবদল ঘিরে জল্পনা

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিতে পারেন ঘাসফুল শিবিরে । মেঘালয়ের রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ নাম এই মুকুল সাংমা । 2018 সাল পর্যন্ত তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন ।

former cm of meghalaya mukul sangma may join trinamool congress
Mukul Sangma : কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের সম্ভাবনা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

By

Published : Sep 23, 2021, 4:42 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : রাজ্যসভার উপনির্বাচনের জন্য বিধানসভায় মনোনয়ন জমা দিতে এসে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন সুস্মিতা দেব (Susmita Dev) । শুধু ত্রিপুরা বা অসম নয়, এই মুহূর্তে মমতার দলের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের সংগঠনের ভিত মজবুত করা । আর সেই লক্ষ্যেই এগোচ্ছে তৃণমূল ।

এবার বড়সড় ভাঙন ধরতে পারে মেঘালয়ের কংগ্রেস সংগঠনেও । তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Meghalaya Former Chief Minister) যোগ দিতে পারেন ঘাসফুল শিবিরে । আর তা যদি সত্যি হয়, তাহলে তৃণমূলের জন্য উত্তর-পূর্বের সংগঠনের ভিত মজবুত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন :Abhishek Banerjee : কংগ্রেসকে দিয়ে হবে না, মোদির বিকল্প মমতা; বললেন অভিষেক

তৃণমূল সূত্রের খবর, এই সপ্তাহের গোড়ার দিকেই রাজ্যে এসেছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma) । সে সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একপ্রস্থ কথা হয়েছে । যদিও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস অথবা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু মুখ খোলেননি । তবে জানা যাচ্ছে, মেঘালয়ের এই অভিজ্ঞ নেতাকে তৃণমূলে নেওয়ার চেষ্টা হচ্ছে ।

আরও পড়ুন :Mamata Banerjee : আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, ভোটপ্রচারে বললেন মমতা

উল্লেখ্য, মেঘালয়ের রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ নাম এই মুকুল সাংমা । 2018 সাল পর্যন্ত তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন । বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা । কিন্তু সে রাজ্যের কংগ্রেসের (Congress) অন্তর্দ্বন্দ্বের কারণে অনেকটাই কোণঠাসা তিনি । সম্প্রতি কংগ্রেস হাইকমান্ডের সঙ্গেও তাঁর একটা দূরত্ব তৈরি হয়েছে । সবথেকে প্রবীণ এবং অভিজ্ঞ নেতা হওয়া সত্ত্বেও তাঁকে এড়িয়ে সাংসদ ভিন্সেন্ট এইচ পালাকে রাজ্য সভাপতি করায় দলের প্রতি যথেষ্টই ক্ষুব্ধ তিনি । আর তাই এই অভিজ্ঞ কংগ্রেস নেতার ক্ষোভকে কাজে লাগিয়ে তৃণমূল তাঁকে নিজের দিকে টানার চেষ্টা করছে বলে খবর ।

আরও পড়ুন :Mamata Banerjee : জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাতিয়ার সম্প্রীতি

এদিন এই বিষয় নিয়ে উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এ বিষয়ের সত্য-মিথ্যা নিয়ে কোনও মতামত আমি দেব না । সাংগঠনিকভাবে এই বিষয়গুলি দেখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । যদি কোনও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়, তার খবর অবশ্যই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই দেবেন ।’’

প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দলীয় সংগঠন তৃণমূল স্তর থেকে ঢেলে সাজাতে তৎপর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । কোনও সন্দেহ নেই অসম, ত্রিপুরার মতো তাঁর লক্ষ্য রয়েছে মেঘালয়ে । এক্ষেত্রে মুকুল সাংমার মতো বড় নেতাকে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে আনতে পারলে, তা দলের বড় সাফল্য হিসেবেই দেখা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । এখন দেখার যাবতীয় রচনা বা জল্পনা সত্যি করে আদৌ শেষ পর্যন্ত মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস ছেড়ে তৃণমূলের দিকে পা বাড়ায় কি না !

আরও পড়ুন :Pegasus Case: পেগাসাস কাণ্ডের তদন্তে কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট

ABOUT THE AUTHOR

...view details