কলকাতা, 28 সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিতে কলকাতায় এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) ৷ বুধবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে যোগ দেবেন বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা জানান রাজ্যের দমকলমন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা সুজিত বসু ।
সোমবার কংগ্রেসের (Congress) প্রাথমিক সদস্যপদ ও বিধায়ক পদে ইস্তফা দেন লুইজিনহো ফালেইরো । এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায় ফালেইরোর গলায় । ইস্তফা দেওয়ার পর নিজের সমর্থকদের উদ্দেশ্যে লুইজিনহো ফালেইরো বলেন, ‘‘আমি কংগ্রেসে নির্যাতিত ছিলাম । আমি চাই গোয়াবাসীদের দুঃখ শেষ হোক । আমি নির্যাতিত হয়েও চুপ ছিলাম । আমিই যদি এমন আক্রান্ত হতে পারি, তাহলে ভাবুন সেই গোয়াবাসীদের কী অবস্থা, যাঁরা কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছিলেন ।’’ আজ কলকাতায় পা রেখেই তিনি জানালেন, বিরোধী শক্তির মধ্যে মমতাই মুখ । তাই তার উপরই ভরসা রাখছেন তিনি ।
আরও পড়ুন :Kanhaiya Kumar : কংগ্রেস কোনও দল নয়, একটা ভাবধারা ; রাহুলের হাত ধরে ঘোষণা কানহাইয়ার
উল্লেখ্য, ত্রিপুরার (Tripura) মতোই গোয়াতেও (Goa) জমি তৈরির চেষ্টা করছে তৃণমূল । আর সেখানেও তাঁদের নজরে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা-নেত্রীরা । আর এই আবহেই ভোটমুখী গোয়ায় ধাক্কা খেল কংগ্রেস । সূত্রের খবর, লুইজিনহো ফালেইরোকে সামনে রেখেই গোয়ায় সংগঠন সাজানোর কাজ চালাবে তৃণমূল কংগ্রেস । এর পর একে একে আরও একাধিক বিধায়ক তৃণমূলে যোগ দেবেন ।