কলকাতা, 10 ডিসেম্বর : চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ হাসপাতাল থেকে জানানো হয়েছে, তাঁর শরীরে অক্সিজেন মাত্রা 95 শতাংশ ৷ রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক আছে ৷ স্বাভাবিক মূত্র হচ্ছে ৷ কিডনি ও হার্ট ভালোভাবেই কাজ করছে ৷ তাঁকে প্রথমে বাইপ্যাপ সাপোর্ট রাখা হলেও পরে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় । হাসপাতাল থেকে বৃহস্পতিবার সকালে মেডিকেল বুলেটিনে জানানো হয়, তাঁকে ভেন্টিলেশনেই রাখা হবে । তবে ভেন্টিলেশন সাপোর্ট ক্রমশ কমানোর কথা জানান চিকিৎসকরা ৷ রাইলস টিউব দিয়ে তাঁকে খাবার দেওয়া হচ্ছে ৷ তাঁকে বর্তমানে আইভি তরল, আইভি অ্যান্টিবায়োটিক, আইভি স্টেরয়েড এবং অন্যান্য সহায়ক ওষুধ দেওয়া হচ্ছে ৷ তবে তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা 9.7 শতাংশ ৷ তাঁর শরীরের একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর সুস্থ হওয়া নিয়ে আশাবাদী ৷
বুধবার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ তাঁর চিকিৎসার জন্য 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । আজ সকালে হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে ও সূর্যকান্ত মিশ্র ।