পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য - বুদ্ধদেব ভট্টাচার্য

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁকে নিয়ে আশাবাদী চিকিৎসকরা ৷

buddhadeb bhattacharya
বুদ্ধদেব ভট্টাচার্য

By

Published : Dec 10, 2020, 6:19 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ হাসপাতাল থেকে জানানো হয়েছে, তাঁর শরীরে অক্সিজেন মাত্রা 95 শতাংশ ৷ রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক আছে ৷ স্বাভাবিক মূত্র হচ্ছে ৷ কিডনি ও হার্ট ভালোভাবেই কাজ করছে ৷ তাঁকে প্রথমে বাইপ্যাপ সাপোর্ট রাখা হলেও পরে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় । হাসপাতাল থেকে বৃহস্পতিবার সকালে মেডিকেল বুলেটিনে জানানো হয়, তাঁকে ভেন্টিলেশনেই রাখা হবে । তবে ভেন্টিলেশন সাপোর্ট ক্রমশ কমানোর কথা জানান চিকিৎসকরা ৷ রাইলস টিউব দিয়ে তাঁকে খাবার দেওয়া হচ্ছে ৷ তাঁকে বর্তমানে আইভি তরল, আইভি অ্যান্টিবায়োটিক, আইভি স্টেরয়েড এবং অন্যান্য সহায়ক ওষুধ দেওয়া হচ্ছে ৷ তবে তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা 9.7 শতাংশ ৷ তাঁর শরীরের একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর সুস্থ হওয়া নিয়ে আশাবাদী ৷

বুধবার শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷ তাঁর চিকিৎসার জন্য 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে । আজ সকালে হাসপাতালে যান প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে ও সূর্যকান্ত মিশ্র ।

তাঁদের সঙ্গে কথা বলার পর 7 সদস্যের মেডিকেল বোর্ডের তরফে জানানো হয় , " ধীরে ধীরে ভেন্টিলেশনের সাপোর্ট কমানোর চেষ্টা হচ্ছে । ঘুমের ওষুধ না দিয়ে দেখা হচ্ছে । তাতে তিনি ভালোই সাড়া দিচ্ছেন । তবে এখনও পর্যন্ত তাঁকে মেকানিকেল ভেন্টিলেশনেই রাখা হবে ।" পাশাপাশি , অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইডের মাত্রাও স্বাভাবিক । তাঁর শরীরে পটাশিয়াম মাত্রা বেশি ৷ শরীরে পটাশিয়াম 4.3 শতাংশ ৷ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা ৷

আরও পড়ুন : ভেন্টিলেশন সাপোর্ট কমানো হলেও সংকটমুক্ত নন বুদ্ধদেব

সিওপি়ডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িজ়)-এর সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই সমস্যার কারণে গত বছরের সেপ্টেম্বর মাসেও তাঁকে ভরতি করা হয়েছিল । গতকাল দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁর ফুসফুসে সংক্রমণ পান চিকিৎসকরা ৷ ভরতির সময় শরীরে অক্সিজনের পরিমাণ কমে গিয়ে 70 শতাংশে নেমে আসে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে মেকানিকেল ভেন্টিলেশনে রাখা হয় । তবে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ।

ABOUT THE AUTHOR

...view details