কলকাতা, 23 অগাস্ট : আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এতদিন তিনি তরল খাবার খেতেন । গত কয়েকদিন ধরে শক্ত খাবার খেতে শুরু করেছেন । বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল মাস দু'য়েক আগে । দৃষ্টিশক্তির সমস্যা এবং ওজন কমে যাওয়ায় উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা । ক্রমশ ওজন কমে যাওয়ায় বাড়ির লোকও চিন্তায় ছিলেন । গত কয়েকদিন ধরে স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । শারীরিক সমস্যার জন্য খাবার চিবিয়ে খেতে পারছিলেন না । চিকিৎসকদের পরামর্শ মতো তিনি তরল খাবার খাচ্ছিলেন । জিভে স্বাদ ছিল না । এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন বলে পরিবার সূত্রে জানানো হয়েছে ।
এখন 76 বছর বয়স বুদ্ধদেব ভট্টাচার্যের । বাড়ি থেকে বেরোন না। কোরোনা ভাইরাসের সংক্রমণের জন্য পর্যাপ্ত সর্তকতা অবলম্বন করেছেন । COPD-র সমস্যা থাকায় বাড়িতে মজুত রয়েছে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার । গত কয়েকদিনের টানা বৃষ্টিতে খুব একটা সমস্যা হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ।
পরিবার সূত্রে জানা গেছে, আগের থেকে সুস্থ হওয়ার পর কুমড়ো এবং ছোলা দিয়ে তৈরি তরকারি খেতে খুব পছন্দ করছেন বুদ্ধদেব ভট্টাচার্য । অল্প কাঁটাযুক্ত মাছ পাবদা এবং পমফ্রেট খেতে তিনি বেশি পছন্দ করেন । ক্রমাগত ওজন কমে যাওয়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন ছিলেন । এখন স্বাভাবিক খাওয়া-দাওয়া করায় আত্মীয় পরিজন এবং চিকিৎসকরা কিছুটা আশ্বস্ত হয়েছেন ।