কলকাতা, 9 জুন : কোভিড মুক্ত হয়েছিলেন আগেই ৷ তার পর একসপ্তাহ সেফ হোমে থাকার পর বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য । সি আই টি রোডের একটি বেসরকারি নার্সিংহোমের সেফ হোমে সস্ত্রীক তাঁকে রাখা হয়েছিল ৷ সেখানেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল ৷ তবে, প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে ওরালি ওষুধ দেওয়া হচ্ছিল ৷
প্রসঙ্গত, কোভিড আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ কিন্তু, গত 25 মে হঠাৎই তাঁর অক্সিজেনের মাত্রা নেমে যায় ৷ তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে একসপ্তাহের বেশি বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসাধীন ছিলেন ৷ তাঁকে রেমডিসিভিরের ডোজ দেওয়া হয় হাসপাতালে ৷ এর পর গত 2 জুন কোভিড মুক্ত হন তিনি ৷ তারপরেই হাসপাতাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু, সিপিআইএম’র তরফে তাঁকে বাড়িতে না ফিরিয়ে একটি নার্সিংহোমের সেফ হোমে নিয়ে যাওয়া হয় ৷