কলকাতা, 5 সেপ্টেম্বর : গাছ কাটা নিয়ে পরিবেশপ্রেমীদের বিরোধিতা দীর্ঘদিনের । এবার পরিণত গাছকে বাঁচাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে বন দফতর (Forest Department) । বন দফতরের উদ্যোগে পুরনো গাছকে না কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) । আর তাই মূল-সহ পরিণত গাছ স্থানান্তরের জন্য আটটি যন্ত্র কিনছে তাঁর দফতর ।
মন্ত্রীর কথায়, "বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাধা হয়ে দাঁড়ায় বেশ কিছু গাছ । প্রকল্প রূপায়ণ করতে গেলে কাটতে হয় ওই সমস্ত পরিণত গাছ । বহু ক্ষেত্রে এমনটাও হয়েছে স্থানীয় নাগরিকরা গাছ বাঁচাতে প্রকল্প রূপায়নের বিরোধিতা করেছেন । এই মুহূর্তে যশোর রোড সম্প্রসারণের প্রকল্পে (Road Extension Project) বাধা হয়ে রয়েছে এমনই অসংখ্য গাছ । এবার থেকে সেই সমস্ত গাছগুলিকে না কেটে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারব । ফলে আগামী দিনে বহু প্রকল্প যেগুলো গাছের জন্য আটকে রয়েছে, সেগুলি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে গাছ অক্ষত রেখেই ।"
আরও পড়ুন : Garden Library in Kolkata : অভিনন্দন মন্ত্রীর, নিরাপত্তারক্ষীর উদ্যোগে জগৎ মুখার্জি পার্কে আস্ত গ্রন্থাগার
পাঁচ কোটি টাকা খরচ করে দফতরের তরফ থেকে আটটি এই ধরনের মেশিন কেনা হচ্ছে । অত্যাধুনিক সেই মেশিনের নাম 'মেকানাইজড প্ল্যান্টিং মেশিন'(Mechanised Planting Machine) । কীভাবে এই মেশিন কাজ করবে সে বিষয়ে বন দফতরের আধিকারিকরা জানান, আট বছর বয়স পর্যন্ত যে-কোনও গাছ ওই যন্ত্র দিয়ে তুলে অন্য জায়গায় নিয়ে গিয়ে বসানো সম্ভব । কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে যন্ত্রটি শিকড়-সহ গাছকে মাটি থেকে তুলে আনে । তারপর সেটিকে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয় । অত্যাধুনিক যন্ত্রটি ব্যবহার করলে সুবিধা হবে বলে মনে করছেন তাঁরা ।
তবে এই যন্ত্র দিয়ে 100 বছর বা তার চেয়ে বেশি পুরনো গাছ স্থানান্তরিত করা সম্ভব নয় ৷ সেক্ষেত্রে কোনও নতুন প্রযুক্তি রয়েছে কিনা তার খোঁজ চালানো হচ্ছে । যদিও এই বিষয়ে আশাবাদী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ আগামী দিনে এই ধরনের প্রযুক্তি তাঁরা নিয়ে আসতে পারবেন বলেই আশা করছেন তিনি । আর এটা সম্ভব হলে অন্তত গাছের কারণে বছরের পর বছর উন্নয়ন প্রকল্প থমকে থাকবে না আর । সে ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশপ্রেমীদেরও সাহায্য মিলবে ।
আরও পড়ুন :Mamata Puja Theme: মমতার 10 হাতে 10 প্রকল্প, নয়া চমক বাগুইআটির পুজোয়